কক্সবাজার ,উখিয়া সংবাদদাতা:
কক্সবাজারের উখিয়ার নিদানিয়া নুরার ডেইল এলাকায় ডাকাতির ঘটনায় জুম্মাপাড়া এলাকার হাবিবুর রহমানকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তদন্তের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার(৬ জুলাই) বিকেলে জালিয়াপালং ইউনিয়নের চেরাং নামক স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন,”হাবিবুর রহমানের পিতা রশিদ আহমদ দীর্ঘদিন যাবত এই এলাকার মেম্বার ছিলেন। এছাড়া উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ছিলেন। দীর্ঘদিন যাবত সুনামের সাথে মানুষের সেবা করে রশিদ আহমদ চৌধুরী প্রয়াত হয়েছেন। তার ৩য় সন্তান হাবিবুর রহমানও এলাকায় অত্যন্ত শান্তশিষ্ট একজন ব্যক্তি হিসেবে সকলের নিকট পরিচিত। এলাকাবাসী, পরিবারের সদস্য (খদিজা বেগম ) প্রশাসনের নিকট জোর দাবি জানান নিদানিয়ার ডাকাতি মামলা এজাহার সুত্রে: ( জিআর ৩১৯/২৫ উখিয়া থানার মামলা নং(৫৬ ) এর ০২নং আসামী রেজাউল করিম প্রকাশ বাবুল(৩৫) পূর্ব শত্রুতার জেরে ১৬৪ ধারার জবানবন্দিতে ০৩ নং আসামি হাবিবুর রহমান প্রকাশ আবি (৪২ ) কে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন, বিষয়টি আরও তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি হোক। কিন্তু হাবিবুর রহমানের মতো নিরীহ নির্দোষ মানুষকে যাতে হয়রানি করা না হয় সেটা আমাদের প্রত্যাশা।”
একইদিন উখিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হাবিবুর রহমানের জড়িত না থাকার বিষয়টি তার পরিবার দাবি করেন। তারা বলেন,”জুম্মাপাড়া এলাকার বাবুল প্রকাশ কানা বাবুল পূর্ব শত্রুতার জেরে মনগড়াভাবে হাবিবুর রহমানের নাম বলে দিয়েছে। হাবিবুর রহমান কখনো কোনো চুরি, ডাকাতি কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিলোনা। এলাকায় সকলে খবর নিয়ে দেখতে পারেন আমাদের পরিবারের বিষয়ে কোনো অভিযোগ নেই।
নিরীহ মানুষকে ফাঁসানোর আগে বিষয়টি তদন্ত করে হাবিবুর রহমানকে মুক্তি দেওয়া হোক।”
তারা আরও বলেছেন,” একই এলাকার রেজাউল করিম প্রকাশ বাবুল ইতিপূর্বেও হাবিবুর রহমানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলো। সুতরাং বিষয়টি সম্পূর্ণ ষড়যন্ত্র মনে হচ্ছে। তাই আরও তদন্তের দাবি জানাচ্ছি প্রশাসনের নিকট।”
Leave a Reply