ডঃ মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী সাহেব নিঃসন্দেহে ওনি একজন অনেক উঁচু মাপের মহাক্কিক জ্ঞানী আলেম এবং নামকরা বিতার্কিক ও মাঠকাপানো বক্তা। অপরদিকে অনেকের কাছে একজন তথাকথিত গ্র্যান্ড মুফতি।
আগামী নির্বাচন নিয়ে এখন সারা দেশে PR সিস্টেমের পক্ষে -বিপক্ষে অনেক কথা হচ্ছে। একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে সার্বিক বিবেচনায় সামগ্রিক অর্থে আমি PR এর বিপক্ষে। যদিও জামায়াতে ইসলামী, চরমোনাই সহ দেশের একটা সিংহভাগ অংশ PR এর মাধ্যমে নির্বাচনের দাবি করছে। এমতাবস্থায় সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে যেটাই সরকার ডিসিশন নেয়, সেটাকে স্বাগত জানানো নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। তবে এমতাবস্থায় প্রচলিত রাজনীতির ঘোর বিরোধী বলে দাবিদার মুহতারাম মাওলানা ডঃএনায়েত উল্লাহ আব্বাসি সাহেব বলে উঠলেন পিআর এর এই সিস্টেম ইসলামে হারাম।
এখন প্রশ্ন হচ্ছে- বাংলাদেশের বিদ্যমান নির্বাচন ব্যবস্থা কি ইসলামী শরীয়াহর দৃষ্টিতে শতভাগ সঠিক? রাসুল (সাঃ)এর যুগ থেকে শুরু করে খোলাফায়ে রাশেদার শাসনামল ও তার পরবর্তীকালে খেলাফতের শাসন যতদিন পৃথিবীতে ছিল, ততদিন কি প্রচলিত এই নির্বাচন পদ্ধতি ছিল? শরিয়াহর দৃষ্টিকোণ থেকে এই পদ্ধতির নির্বাচনকে সম্পূর্ণ জায়েজ প্রমান করতে গেলে শুধু কোরআন সুন্নাহর দলিল দিয়ে প্রমাণ করতে পারবেন না, অবশ্যই আপনাকে যুক্তি-তর্কের আশ্রয় নিতে হবে। ঠিক মিলাদ কিয়াম আর ঈদে মিলাদুন্নবীর দলিলের মত। টেনেটুনে যুক্তি আর উদাহরণ দাড় করিয়ে কোনভাবে ফতোয়ার মাধ্যমে জায়েজ করা যাবে।
এখন প্রশ্ন হচ্ছে বৃহত্তর ইসলামিক ঐক্যের পক্ষ থেকে যখন PRএর দাবি করা হচ্ছে ঠিক তখনই মুহতারাম ডঃ আব্বাসী সাহেব PR কে সরাসরি হারাম সাব্যস্ত করে দিলেন। বর্তমান সময়ে এসে আব্রাহাম লিংকনের গণতন্ত্রের মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে শুধু PR কে ওনি হারাম বললেন। কিন্তু নির্বাচনের আনুষাঙ্গিক আরো অনেক কিছুই হারাম আছে, এসবের নামও নিলেন না! বাহ্! বস্তুবাদী সেকুলারদের হাতে ইসলামপন্থীদেরকে আঘাতের জন্য ওনি একটা ধর্মীয় লেভেলের অস্ত্রের জোগান দিয়ে দিলেন।
শুকর আর কুকুর দুনোটা হারাম প্রাণী। সেখানে আপনি শুধু শুকরের কলিজা খাওয়া হারাম বলে ফতোয়া দেওয়া টা সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত। আওয়ামী লীগের আমলে কট্টর ভারত বিরোধী বক্তা হিসেবে মাঠে-ময়দানে সোচ্চার থাকলেও আওয়ামী লীগের চরম শত্রু ইসলামী দলগুলোর ব্যাপারে আকিদা আর গনতন্ত্রের প্রশ্ন তুলে সুবিধাজনক অবস্থান নেওয়ার কারণে ওনি নিজেকে সেইফ রাখতে সক্ষম হয়েছিলেন। বালাকোটের শহীদ সৈয়দ আহমদ বেরেলভী (রহঃ) এর সিলসিলার উত্তরসুরী এবং শাহ কারামত আলী জৈনপুরীর বংশের একজন বড় আলেম হিসেবে ওনার এসব শিশুসুলভ কথাবার্তা বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলসমূহ এবং বৃহত্তর জনগোষ্ঠীকে রীতিমতো বিব্রত করছে এবং তাগুত সেকুলারদের জন্য নিয়মিত রসদ জোগাচ্ছে।
✍️ এম রহিম উল্লাহ – ৫ই জুলাই ২০২৪।
Leave a Reply