প্রেস বিজ্ঞপ্তি- ৮ জুলাই ২৫,
নির্বাচনী কেন্দ্র কমিটির পরিচালকদের নিয়ে মুহতারাম জেলা আমিরের প্রস্তুতি বৈঠক সম্পন্ন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হলদিয়াপালং ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক গঠিত প্রতিটি কেন্দ্রের কেন্দ্র পরিচালক ও বিভাগীয় দায়ীত্বশীলদের নিয়ে অদ্য- ৮ জুলাই ২০২৫ খ্রি: রোজ:মঙ্গলবার আছরের নামাযের পর ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে ইউনিয়ন আমীর মাওলানা আবুল হোসাইন এর সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত সদস্য জেলা জামায়াতের আমীর,কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল। প্রধান অথিতির বক্তব্যকালে মুহাতারাম জেলা আমীর বলেন, নির্বাচনে বিজয়ের ক্ষেত্র তৈরিতে নেতা-কর্মীদের কঠোর পরিশ্রম ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যকালে মুহতারাম উপজেলা আমীর মাওলানা আবুল ফজল – নির্বাচনকালীন সময়ে যে যেখানে অর্থাৎ যে কেন্দ্রে দায়িত্ব পালন করবে প্রতিটি দায়ীত্বশীলকে সেখানে কঠোর নজরদারীতে দায়িত্ব পালন করার আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন,হলদিয়াপালং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাস্টার ছলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা অধ্যক্ষ রহমত উল্লাহ, শ্রমিক কল্যান ফেডারেশন উপজেলা সহ-সভাপতি শ্রমিক নেতা শাহ আলম, ইউনিয়ন ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা মিজানুর রহমান নিজামী, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম জবল। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply