ডেস্ক রিপোর্ট,
সারাদেশে চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আজ ১২ জুলাই (শনিবার) বিকাল ৪টায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি নগরীর মুরাদপুর থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে শুরু হয়ে জিইসি মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর উত্তর শাখা সভাপতি তানজীর হোসেন জুয়েল, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা সভাপতি ইব্রাহীম হোসেন রনি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোহাম্মদ আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর উত্তর-দক্ষিণ, পশ্চিম জেলা সেক্রেটারি ও মহানগর নেতৃবৃন্দ।
Leave a Reply