২০১৭সালে বাঙ্গু এলিট বামদের নিয়ন্ত্রিত প্রথম আলোর মতি আর দিল্লী স্টারের মাহফুজ আনামের যৌথ মালিকানাধীন প্রকাশনার প্রতিষ্ঠান “প্রথমা” থেকে প্রকাশিত দুইটা বই কিনছিলাম। একটি হচ্ছে মুক্তিযুদ্ধকালীন বিমান বাহিনীর প্রধান ও কট্টর ইসলামবিরোধী বামপন্থী নাস্তিক, বিগত আওয়ামী লীগের আমলের সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার মার্শাল একে খন্দকারের লেখা “একাত্তরের ভিতরে-বাহিরে” আরেকটি হচ্ছে বামপন্থী লেখক ডঃ মাহবুবুর রহমানের লেখা “স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস”। বই দুইটি পড়ে রীতিমতো বমি আসার উপক্রম। লেখকরা তো তাদের মন-মননে ধারণকৃত মতবাদের ভিত্তিতে লিখবে এটা স্বাভাবিক। তাদের প্রতি দোষ দিয়ে লাভ নাই। কিন্তু প্রকাশনা বিভাগের সৌজন্য কথাতে যেই বিরূপ প্রতিক্রিয়া তারা প্রচার করে লিখেছে, মনে হবে বইগুলো এই লেখকদেরকে টাকা দিয়ে কামলা খাটিয়ে তারা লেখায়, আর তাদের ইচ্ছামাফিক ভ্রান্তিবিলাস গুলোকে এভাবে ছড়িয়ে মজা পায়।
উপদেষ্টা আসিফ মাহমুদের সদ্য প্রকাশিত বইয়ে সমন্বয়ক সাদিক কায়েমের ছবি ক্রপ করা নিয়ে আমাদের হৃদয়ে দাগ কেটেছে। দুঃখটা আসিফ মাহমুদের উপর। কারণ জুলাই বিপ্লবে আসিফ মাহমুদ এবং অন্যান্য সমন্বয়কদের ভূমিকা সবাই জানে। কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে ক্রেডিট ছিনতাইয়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। ইতিমধ্যে ক্রেডিট ছিনতাই হয়ে গিয়েছে। আসিফ মাহমুদ ছাত্রদের প্রতিনিধি হিসেবে সরকারের দায়িত্বে আছেন। তিনি চাইলে ছাত্রদের প্রকৃত প্রতিনিধিত্ব করতে পারতেন। কিন্তু তা না করে পেট্রো ডলারের কাছে মাথা বিক্রি করে আসিফ নজরুল ও ফরহাদ মজহার গংদের দ্বারা প্রভাবিত হয়ে মতি মাহফুজের কাছে মুরিদ হলেন। এবং তার প্রথম প্রকাশিত পুস্তকের দায়িত্ব দিলেন “প্রথমা” প্রকাশনীর হাতে।
তার ইচ্ছা থাকলেও বিভেদ জিইয়ে দেওয়ার জন্য প্রথমা প্রকাশনী কোনদিনও এই বইয়ে সাদিক কায়েমের ছবি ছাপাবে না। প্রয়োজনে পরে ক্ষমা চাইবে এরপরেও একটা ঝামেলা পাকিয়ে দিবে। এখন যদিও আসিফ মাহমুদ সুশীলের সুরে নাদুসনুদুসভাবে নিরীহ টাইপের পোস্ট প্রসব করেছেন। এই পোস্টে মূলত তার বিক্রি হওয়া বিবেকের দৈন্যতা স্পষ্ট ফুটে ওঠেছে। কারো বুঝার বাকি থাকার কথা নয়, আসিফ মাহমুদ বাঙ্গুবামদের দ্বারা প্রভাবিত হয়ে শেখ মুজিব যেভাবে তাজউদ্দীনকে নিজের দলের হওয়ার পরেও মাইনাস করার চক্রান্তে লিপ্ত হয়েছিলেন, আসিফ মাহমুদ একই কায়দায় সাদিক কায়েমকে কেবল শিবির হওয়ার কারণে মাইনাস করার খেলাটা শুরু করলেন।
খুবই তাৎপর্যপূর্ণ লিখিনি।