আমাদের সভ্যতার উষর ভূমি
আমাদের আবেগ ভালবাসার একখণ্ড জমি
ফিলিস্তিনের হীরকখণ্ড গাজা শহর।
আজ এক রক্তাক্ত প্লাবন সেখানে
নরকীট ইহুদিদের কামানের আঘাতে
এশহরে বইছে এখন রক্তের নহর।
প্রতিটি বাড়ি যখন স্বজনের লাশ দাফনে ব্যস্ত
বিশ্বমোড়ল আমেরিকা তখনও খড়গহস্ত
এশিয়ার এই প্রান্তে বসে ভারতের নরেন্দ্র মোদি
হিন্দুত্ববাদ ছেড়ে সেজেছে নব্য ইহুদি।
ফিলিস্তিনের পক্ষে কথা বলার অনেকেই আছে,
সবাই বক্তৃতা বিবৃতি নিয়ে যায় জাতিসংঘের কাছে;
জাতিসংঘ তো মুসলিম নিধনের এক খ্রিষ্টিয়ান ক্লাব
এই কসাই খানায় নালিশ করে আদৌ হবেনা লাভ।
কথার ফুলঝুরি আর মিছিল করে কি হবে?
মসজিদে আকসা কি এভাবেই অবরুদ্ধ রবে?
সাত দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিন
নির্যাতিত নিগৃহীত অবরুদ্ধ আর কারা অন্তরীন।
আজ ওআইসির কাজটা কি? শুধু হুংকার?
সৌদি আরব তো খেলনার পুতুল আমেরিকার!
নামকাওয়াস্তে ফিলিস্তিনে আর্থিক সহযোগিতা
ইসরায়েলকে প্রতিরোধ না করে এসব অযথা।
আমরা বাংলাদেশী মুসলিমদের চোখের অশ্রু
আর বুকভরা ভালবাসা ফিলিস্তিনের জন্য;
আমরা আমরণ দিয়ে যাব ফিলিস্তিনকে সমর্থন
প্রিয় ফিলিস্তিন আমার জন্য বড়ই অনন্য।
মাশাল্লাহ
অসাধারণ, যোগ উপযোগী কথা।