ডেস্ক রিপোর্ট:
উখিয়া উপজেলার প্রতিদিন কোন না কোন এক যায়গায় হচ্ছে এক্সিডেন্ট !হচ্ছে বড় বড় দূর্ঘটনা !
মরিচ্যা পাতাবাড়ি সড়ক ও কোর্টবাজার ভালুকিয়া সড়কে
বিগত কয়েক মাস ধরে প্রতিদিন শত শত গাড়ি মাটি নিয়ে যাচ্ছে ইনানী নিদানিয়ার দিকে ,কে বা কারা এই মাটি নিয়ে যাচ্ছে এলাকার সাধারণ মানুষ জানে না!
কিন্তু দূঃখজনক হলেও সত্য এই গাড়ি গুলোর কারণে অসাধু ব্যবসায়ী ও স্থানীয় মানুষের সাথে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা দেখা যাচ্ছে হলদিয়া ও ভালুকিয়া সড়কে !
এই গাড়ি গুলো এত বেপরোয়া যে অন্য গাড়ি অপর দিক থেকে আসার সুযোগ নেই, পরিবেশ বিধ্বংসী দিন দিন রাস্তায় ফাটল দেখা দেখা যাচ্ছে! গ্রামীণ সড়ক নষ্টকারী গাড়ি বলে দাবি করছে এলাকাবাসী
মরিচ্যায় এ গাড়ি বন্ধ করার জন্য উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর ও কোন সামাধান পাইনি এলাকাবাসী,
অবিলম্বে এই গাড়ি চলাচল বন্ধ ও মাটি কাটা বন্ধ করা হোক বলে দাবী করেন পরিবেশবাদী ও সচেতন মহল।
Leave a Reply