শাহাদাতের বসন্তকাল
এম রহিম উল্লাহ
এখন শাহাদাতের বসন্তকাল
আল্লাহর জমিন তারই রক্তে লাল
প্রকৃতির আবহাওয়ায় বসন্তের আয়ু ক্ষনিকের
সেও আবার রকম ফের এই বিশ্ব ভুবনের।
শাহাদাতের বসন্তকাল
বিশ্বব্যাপী অভিন্ন, অপরিবর্তন
এই রক্তিম ঋতুটি এনেছে আল কোরআন।
কোরআনের ঋতুর নেই কোনো ভৌগোলিক সীমা;
যেখানে আসবে ঋতু সেখানেই ছড়াবে রক্তিম পূর্ণিমা।
শাহাদাতের পূর্ণিমায় যারা সিক্ত হতে চান
ভুগোলের সীমা ছেড়ে বসন্ত বিলাসে যান।
বাংলা-ফিলিস্তিন”মিশর-কাশ্মীর সহ
বহুপ্রান্ত এখন বসন্তের জোৎস্নায় ভরা;
শাহাদাতের পেয়ালাগুলো রক্তিম সুধায় গড়া।
এসুধায় আছে নন্দিত জীবন অনন্তকালের,
একালের প্রশান্ত সুখ আর মুক্তি ওকালের।
শহীদের রক্তে জ্বলে যে কোরআনের আলো,
জালিমের ফুৎকারে তাহা আরো বেশি জ্বালো।
এ আলো নেভার সাধ্য নেই কারো
জ্বালাও ঈমানের এআলো যত বেশী পারো।
আলোয় আলোয় ভরে যাক সকল আঁধার;
এ আলোয় হোক মজলুমের মুক্তির আঁধার।
Leave a Reply