আব্দুল্লাহ আল যোবাইর,
উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের পশ্চিম থিমছড়ির মৃত দুদু মিয়ার ছেলে মোঃ ছৈয়দ আলমের (৫০) বিগত কয়েক মাস আগে কিডনিতে পাথর ধরা পড় সাথে এ্যপেনডিসাইড যার অনেক ব্যাথা যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন ,দরিদ্র পরিবার হওয়াই চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। কিছুদিন আগে কক্সবাজারে ডাক্তার দেখালে ডাক্তার বলে মাত্র ১ লক্ষ ২০ হাজার টাকা যোগাড় করতে পারলে সৈয়দ আলম স্বাভাবিক জীবন ফিরে পাবেন।যারা মানবিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা অফিসারসহ সবার কাছে আর্থিক সহায়তা চেয়েছেন অসুস্থ ছৈয়দ আলম যাতে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।যোগাযোগ রোগীর গার্ডিয়ান ছেলে:মোবাইল:০১৮৭৯-১৮৭১৪৯ (পার্সোনাল বিকাশ) ছেলে মেয়ে ০৪ জন সবাই পড়াশোনা করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যার ফলে পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যাক্তি ছিলেন ছৈয়দ আলম।
ছৈয়দ আলম বাঁচতে চায়, সবাইকে এগিয়ে আসার আহ্বান করছি মানবতার হাত বাড়িয়ে দিন।
Leave a Reply