আব্দুল্লাহ আল যোবাইর,
উখিয়া কুতুপালং ট্রাজেডিতে নিহত মরহুম আব্দুল মান্নান এর দুই সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী, কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আমীর হোয়াইক্ষং মডেল ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান উখিয়া টেকনাফ আসনে জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।তার প্রথম পদক্ষেপ হিসেবে অদ্য ১৩/০৪/২৫ ইং রবিবার সন্ধ্যায় নিহত আব্দুল মান্নানের পরিবারের বর্তমান পরিস্থিতি, আহতদের চিকিৎসার ব্যবস্থা ও সন্তানদের পড়াশোনা সহ সার্বিক খোঁজ ও নগদ অর্থ উপহার দিতে যান উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যাপক আবুল ফজল, নায়েবে আমীর বিশিষ্ট সাংবাদিক নেতা উখিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক সদস্য মাওলানা মুহাম্মদ নূরুল হক( সাংবাদিক) বায়তুলমাল সেক্রেটারী শিক্ষাবিদ মাষ্টার মুহাম্মদ মনসুর আলম,রাজাপালং ইউনিয়নের এসিস্ট্যান্ট সেক্রেটারী বিশিষ্ট সমাজসেবক কোর্টবাজার ওরিয়ন হাসপাতালের চেয়ারম্যান ডা. জহির আহমদ, ওলামা বিভাগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মুহাম্মদ ইউনুস সহ স্থানীয় নেতৃবৃন্দ।
http://toyota-porte.ru/forums/index.php?autocom=gallery&req=si&img=3230