1. admin@currentnews-24.com : currentnews :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
অধ্যক্ষ রহমত উল্লাহ সিকদারের বড় ভাই জলিল সিকদারের মৃত্যুতে পালং ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শোক প্রকাশ  উখিয়ায় ৪ দফা দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে  বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি “ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব” কর্তৃক কৃতি ক্রীড়াব্যক্তিত্বদের সংবর্ধনা প্রদান উখিয়ায় ইয়াবাসহ স্কুল শিক্ষক গ্রেফতার – পরিবারের দাবী ‘ষ’ড়’যন্ত্র উখিয়ায় বলির ছলে জুয়ার আয়োজনের চেষ্টা, আতঙ্কে স্থানীয়রা মরহুম নুরুল আবছারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ড. আ জ ম ওবায়েদুল্লাহ ছিলেন সাহিত্য—সাংস্কৃতিক অঙ্গনের দিকপাল উখিয়া ও রামু প্রশাসনের সাঁড়াশি অভিযানে দু’উপজেলার বিভিন্ন স্থান থেকে অনধিক ১০টি করাতকল উচ্ছেদ ও উদ্ধার  আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার গতকাল বুধবার প্রধান উপদেষ্টা তাঁর চট্টগ্রাম সফরকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। 

উখিয়ায় প্রবেশপত্র হাতে পেয়েছেন ১৩ পরিক্ষার্থী

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১০৪ বার পাঠ করা হয়েছে

আব্দুল্লাহ আল যোবাইর 

কক্সবাজারের উখিয়ায় মরিচ্যা হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ এসএসসি পরীক্ষার্থী সিন্ডিকেটের কবলে পড়ে প্রথম পরিক্ষায় অংশগ্রহণ করতে না পরলেও ২য় পরিক্ষা থেকে অংশগ্রহণ করতে পারবেন৷

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। তিনি জানান, ১৩ পরিক্ষার্থীর প্রবেশপত্র হাতে পেয়েছেন৷ প্রতারণার ফাঁদে পড়ে এই শিক্ষার্থীরা প্রবেশপত্র হাতে না পেয়ে প্রথম পরিক্ষায় অংশগ্রহণ করতে পারেনি৷ পরে আমরা শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে পরিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি৷ পূর্বের রুটিন অনুসারে পরিক্ষা চলমান থাকবে৷ যে পরিক্ষা অংশগ্রহণ করতে পারেনি সেটি সবার শেষে বিশেষভাবে পরিক্ষা নেওয়া হবে৷

পরিক্ষার্থীরা হলেন, নাছির মোহাম্মদ, মাহমুদুল হক, নয়ন মণি, রুনা আক্তার, নাঈমা সোলতানা, শারমিনা কামাল, রেনজিনা আক্তার, হাফসা আক্তার, নাছিমা আক্তার সানজিদা আক্তার সুফাইরা আক্তার, রিহাদুল ইসলাম ও সুইটি আক্তার৷

সংশ্লিষ্টদের ধন্যবাদ দিয়ে শিক্ষার্থীর অভিভাবক নুর আলম জানান, আমার মেয়ে যেদিন থেকে পরিক্ষায় অংশগ্রহণ করতে পারেনি সেদিন থেকে খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছিলেন। পরিক্ষা দিতে পারার খবরে খুশিতে আবারও পড়ার টেবিলে বসছে৷

পরিক্ষার্থী নাঈমা সোলতানা জানান, এইবার পরিক্ষা দিতে না পারলে পড়ালেখা ছেড়ে দিতাম কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমরা আবারও পরিক্ষার হলে যেতে পারছি৷ ইতিমধ্যে প্রবেশপত্র হাতে পেয়েছি৷ আগামীকাল থেকে পরিক্ষায় অংশগ্রহণ করবো, এখন পড়ার টেবিলে আছি৷

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ জানান, প্রতারণার ফাঁদে পড়ে পরিক্ষায় অংশগ্রহণ করতে না পারা ১৩ শিক্ষার্থী বাকী পরিক্ষায় অংশগ্রহণ করতে পারবে৷ ইতিমধ্যে তাদের প্রবেশপত্র তাদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে৷ অংশগ্রহণ করতে না পারা প্রথম পরিক্ষা শেষে নেওয়া হবে৷

এদিকে গত বৃহস্পতিবার আলোচিত ১৩ শিক্ষার্থী এসএসসি পরিক্ষার প্রবেশপত্র হাতে না পেয়ে অংশগ্রহণ করতে না পারার প্রতিবাদে স্কুল ভাঙচুর করে সড়ক অবরোধ করলে ঘটনা স্থলে তাৎক্ষণিক উখিয়া থানার পুলিশ টিম গিয়ে পরিস্থিতি শান্ত করে প্রধান শিক্ষককে থানায় নিয়ে আসেন৷ পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা করেন৷ সেই মামলায় প্রধান শিক্ষককে প্রেফতার করে কক্সবাজার কারাগারে পাঠানো হয়৷ বাকী ৩ জন এখনো পলাতক আছেন৷

স্থানীয় জনগণ ও সুশীল সমাজ উখিয়া উপজেলার ইউএনও মহোদয় ,জেলা প্রশাসক মহোদয় , উখিয়া উপজেলার বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের ভুমিকা, সাংবাদিক সমাজের ভূমিকা, উখিয়া থানার ওসির  ভুমিকা নিয়ে  অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেন সাথে পরিক্ষা বঞ্চিত ১৩ পরীক্ষার্থীর অভিভাবকরা কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি