1. admin@currentnews-24.com : currentnews :
শনিবার, ২৪ মে ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
অধ্যক্ষ রহমত উল্লাহ সিকদারের বড় ভাই জলিল সিকদারের মৃত্যুতে পালং ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শোক প্রকাশ  উখিয়ায় ৪ দফা দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে  বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি “ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব” কর্তৃক কৃতি ক্রীড়াব্যক্তিত্বদের সংবর্ধনা প্রদান উখিয়ায় ইয়াবাসহ স্কুল শিক্ষক গ্রেফতার – পরিবারের দাবী ‘ষ’ড়’যন্ত্র উখিয়ায় বলির ছলে জুয়ার আয়োজনের চেষ্টা, আতঙ্কে স্থানীয়রা মরহুম নুরুল আবছারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ড. আ জ ম ওবায়েদুল্লাহ ছিলেন সাহিত্য—সাংস্কৃতিক অঙ্গনের দিকপাল উখিয়া ও রামু প্রশাসনের সাঁড়াশি অভিযানে দু’উপজেলার বিভিন্ন স্থান থেকে অনধিক ১০টি করাতকল উচ্ছেদ ও উদ্ধার  আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার গতকাল বুধবার প্রধান উপদেষ্টা তাঁর চট্টগ্রাম সফরকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। 

সভাপতি – জাফর আলম ,সম্পাদক- ওসমান গনি

  • প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১০৭ বার পাঠ করা হয়েছে

আব্দুল্লাহ আল যোবাইর,

মরিচ্যা- খুনিয়াপালং সিএনজি চালক ও টমটম শ্রমিক কল্যাণ সমিতির নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।

উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী শ্রমিক সংগঠন মরিচ্যা – খুনিয়াপালং ফোরস্ট্রোক  সিএনজি চালক ও টমটম শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিঃ রেজিঃ ১৫৩৩/২ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ।
শনিবার (১৯ এপ্রিল) মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ে সকাল ৯:০০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪:০০ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে, মোট ৭২৬ ভোটের মধ্যে কাস্ট হয় ৬৮০ ভোট  পরে শুরু হয় ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন কবির আহমদ উপ-সহকারী নিবন্ধনক জেলা সমবায় কার্যালয় কক্সবাজার।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তিনজন করে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন এছাড়া সিনিয়র সভাপতি পদে দুইজন সহসভাপতি পদে তিনজন ও সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
কোষাধ্যক্ষ সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক একক প্রার্থী হওয়ায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
সভাপতি পদে সর্বোচ্চ ৩৬৬ ভোট পেয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচিত হন মোঃ জাফর আলম তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী চেয়ার প্রতীক নিয়ে ভোট পান ৩০৩ ভোট  ছাতা প্রতীক নিয়ে মোহাম্মদ হাশেম পান ০৩ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে ৫৭৫ ভোট পেয়ে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আবু তাহের ।

সহ-সভাপতি পদে দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম।


সাধারণ সম্পাদক পদে ০৩ জন নির্বাচন করে তালা প্রতীক নিয়ে ৫১৯ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ ওসমান গনি ,নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়েল প্রতীক নিয়ে ১৪১ ভোট পান ওবাইদুল হক ,
আনারস প্রতীক নিয়ে আলা উদ্দিন ০৮ ভোট ,এছাড়া সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে পাঁচজন নির্বাচিত হয় ,যথাক্রমে মোহাম্মদ হাশেম সিএনজি প্রতীক নিয়ে ৩৬৮ ভোট পেয়ে ১ম সদস্য নির্বাচিত হন,মাছ প্রতীক নিয়ে ৩৩৩ ভোট পেয়ে মোঃ শাহাবুল আলম ২য় সদস্য নির্বাচিত হন,জগ প্রতীক নিয়ে মোঃ ইসলাম ৩১৮ ভোট পেয়ে ৩য় সদস্য নির্বাচিত হন,৪র্থ সদস্য নির্বাচিত হন আম প্রতীক নিয়ে ৩০২ ভোটে মোঃ শাহজাহান ,বাসগাড়ি প্রতীক নিয়ে ২৯২ ভোট পেয়ে পঞ্চম সদস্য নির্বাচিত হন মোঃ ইউনুস, উক্ত নির্বাচন একটি সুন্দর শৃঙ্খলার সহিত হয়েছে এবং কোন ধরনের সহিংসতা হয়নি কোন অভিযোগ আসেনি বলে জানান কর্তব্যরত অফিসারগণ।
ধন্যবাদ জানান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পুলিশ প্রশাসন ও গনমাধ্যমকে সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভুমিকা রাখেন মরিচ্যা আল বারাকাহ হাসপাতালের এমডি ও পালং ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মুহাম্মদ জাহাঙ্গীর আলম ,বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য মুহাম্মদ সাইফুল সিকদার,  হলদিয়া পালং উত্তর বিএনপির সাবেক সভাপতি  ইউপি সদস্য মনজুর আলম (মেম্বার) শ্রমিকনেতা রিদুয়ানুল হক জিসান, সাংবাদিক আব্দুল্লাহ আল যোবাইর,  আইনজীবী মিজানুল হক চৌধুরী,জামায়াত নেতা রহমত উল্লাহ সিকদার, শ্রমিক নেতা আবছার উদ্দিন, জামায়াত নেতা মোঃ ইউনুস, ছাত্রনেতা ফয়সাল ডালিম সহ অনেকে।
নবনির্বাচিত সভাপতি মোঃ জাফর আলম অনূভুতি ব্যাক্ত করে বলেন আজকের  বিজয় শ্রমিকদের বিজয় এই বিজয় রক্ষা করার জন্য শ্রমিকদের জন্য আমার জীবন দিয়ে হলেও আমি শ্রমিকদের পাশে থাকব  অতীতেও আমি  শ্রমিকদের সেবায় নিয়োজিত ছিলাম ভবিষ্যতেও থাকিব ইনশাআল্লাহ।
আমাকে পূণরায় সভাপতি নির্বাচিত করার জন্য সবাইকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ ওসমান গণি অনূভুতি ব্যাক্ত করে বলেন আমাকে ভালোবেসে আমার শ্রমিক বন্ধুগণ সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন আমি আগেও পাশে ছিলাম ভবিষ্যতে সেবায় নিয়োজিত থাকব ইনশাআল্লাহ আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পরিশেষে বিজয় মিছিল ও র্যালী করে কার্যক্রম সমাপ্ত করেন বিজয়ী প্রার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি