আব্দুল্লাহ আল যোবাইর,
উখিয়া উত্তর পুকুরিয়া গ্রামের( স্বামী – স্ত্রী ) ক্যান্সার আক্রান্ত ! অর্থের অভাবে দিশেহারা পরিবার
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর পুকুরিয়া পশ্চিমপাড়া নিবাসী রোগী ০১ রশিদ আহমদ (৬০) পিতা: মৃত সুলতান আহমদ রোগি ০২ আয়েশা বেগম (৫৫)স্বামী রশিদ আহমদ ,
১বছর আগে টিবি ধরা পড়ে রশিদ আহমদের ৩ মাস আগে পরীক্ষা নিরীক্ষার পর ক্যান্সার ধরা পড়ে, এর ১ বছর আগে স্ত্রীর ধরা পড়ে মরনব্যাধী রোগ ক্যান্সার,
স্বামী- স্ত্রীর দুইজনের হঠাৎ ক্যান্সার ধরা পড়লে ভেংগে পড়ে দিনমজুর রশিদ আহমদের পরিবার পরিবারের সকল কিছু বিক্রি করে দিয়ে সাদ্যমত চিকিৎসা চালিয়ে যায় পরিবার,
গত মাস থেকে অর্থের অভাবের কারণে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না! স্বামী -স্ত্রী দিন দিন মৃত্যুর দিকে পতিত হচ্ছে ! মরনব্যাধী ক্যান্সার থেকে বাঁচতে চায় (স্বামী – স্ত্রী )
বৃত্ত শালী ও দানবীররা এগিয়ে আসলে উন্নত চিকিৎসা নিতে পারলে নতুনভাবে জীবন ফিরে পাবে বলে আশা করছেন স্বামী ও স্ত্রী,
রোগীকে সহযোগিতা করতে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন ও চিকিৎসার জন্য সহযোগিতা করুন।
১,আলী আহমদ(রোগির ভাই)ব্যাংক হিসাব নাম্বার
1388010015224
রুপালি ব্যাংক পিএসসি
কোটবাজার শাখা,উখিয়া-কক্সবাজার।
বিকাশ-01822514188(ভাই)
নগদ-01869797480(রোগি)
Leave a Reply