আব্দুল্লাহ আল যোবাইর,
উখিয়ায় ৪ দফা দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিত
ঔষধ কোম্পানির অনিয়ম দূর্ণীতি স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বুধবার ২২ মে দেশব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উখিয়া ষ্টেশন চত্বরে সকাল ১১ টায় উখিয়া উপজেলার কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির উদ্যেগে ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উখিয়া উপজেলার সহ-সভাপতি রাজনীতিবিদ সাবেক ছাত্রনেতা ডাঃ জহির আহমদের সঞ্চালনায় সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদের সভাপতিত্বে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা সহ-সভাপতি আলহাজ্ব শামশুল ইসলাম, সোনার পাড়া বাজার শাখার সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, কুতুপালং বাজার শাখার সভাপতি জেলা সদস্য ইকবাল হোসেন ,থাইংখালী বাজার শাখার সভাপতি আব্দুল কাদের, সোনার পাড়া বাজার শাখার সেক্রেটারি উল্লাস ধর, উপস্থিত ছিলেন সমিতির উপজেলা সদস্য মুহাম্মদ আলমগীর সহ সমিতির অনেকেই উপস্থিত ছিলেন। উক্ত মানববন্ধনে কেন্দ্রীয় কর্মসূচির ০৪ দফা দাবী উত্থাপন করেন বক্তারা,
দাবিগুলোঃ ১)ঔষধ বিক্রী কমিশন বৃদ্ধি ২)মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া ৩)ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানি কতৃত ঔষধ সরবরাহ বন্ধ করা ৪) সকল ঔষধের মূল্য তালিকা সরকার কতৃক নির্ধারণ করার দাবি জানিয়েছেন তারা,অতি সত্বর তা বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির দিবেন বলে হুঁশিয়ারি দেন।
Leave a Reply