আব্দুল্লাহ আল যোবাইর
যুব প্রতিনিধি সম্মেলন করেছেন হলদিয়া পালং ইউনিয়ন যুব বিভাগ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা হলদিয়া পালং ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে যুব প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩:০০ টায় মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় হল রুমে যুব বিভাগের ইউনিয়ন সেক্রেটারি হারুন বাপ্পীর সঞ্চালনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল হাফেজ কফিল উদ্দীনের কোরআন তেলাওয়াত ইউনিয়ন সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সিকদারের সভাপতিত্বে সম্মেলন শুরু হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার সংগ্রামী আমীর হোয়াইক্যং মডেল ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান উখিয়া টেকনাফ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নূর আহমেদ আনোয়ারী ।বক্তব্যে যুবকদের উদ্দেশ্যে বলেন : ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য ইসলামী শরীয়াহ আইন প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হলে ইসলামী অর্থনীতি ও যাকাতভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠা হবে। যাকাতভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠা হলে একজন যুবক ও বেকার থাকবে না , রাষ্ট্রের অর্থ দিয়ে যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি বলেন যুবকদের সমাজ সেবামূলক কার্যক্রমে এগিয়ে আসতে হবে আগামীর বাংলাদেশ বিনির্মানে জন্য প্রস্তুতি নিতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন : অধ্যাপক মাওলানা আবুল ফজল, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা। সভাপতি – ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সিকদার, দারসুল হাদীস পেশ করেন – মাও: আব্দুর রহিম, বক্তব্য রাখেন হলদিয়া পালং ইউনিয়ন আমীর হাফেজ আবুল হোছাইন, সাবেক ছাত্রনেতা উপজেলা জামায়াতের অফিস ও প্রচার সেক্রেটারী জাহাঙ্গীর আলম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাস্টার ছলিম উদ্দীন, ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাও: অধ্যক্ষ রহমত উল্লাহ,বক্তব্য রাখেন – ইউনিয়ন সহসভাপতি – ব্যাংকার শাহাদাত হোসাইন,আব্দুর রশীদ শওকী সাংবাদিক, ও পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply