ইতিহাসের সুন্দর নির্বাচন কিংবা ভালো নির্বাচনের অর্থ হলো তফসিল ঘোষণার আগ্রহী সব প্রার্থী বিনাভয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন, মনোনয়ন যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা কোনো ফোন পেয়ে প্রভাবিত হবেন না, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচার চালাবেন, কেউ কারো প্রচারে বাধা দেবেন না, প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে এবং কোনো প্রার্থীকে কোনো দল, সরকার বা এজেন্সির চাপে মনোনয়ন প্রত্যাহার করে চলে যেতে হবে না। কোনো বিরোধ বা মারামারি যাতে না হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে সে দায়িত্ব পালন করবে। ভোটের দিন উৎসবমুখর পরিবেশে ভোট হবে এবং ভোটাররা নিজের ভোট নিজে দেবেন, যাকে খুশি তাকে দেবেন।
এ ক্ষেত্রে নির্বাচন কমিশনেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ বিগত তিনটি নির্বাচন কমিশনের ভূমিকা দেশে দারুণভাবে প্রশ্নবিদ্ধ ছিল। সেই নির্বাচন কমিশন শেখ হাসিনার কথার বাইরে গিয়ে কোনো কাজ করেনি। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবুল হুদা, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল তাদের কার্যক্রমের দ্বারা খলনায়ক সিইসি হিসেবে পরিচিত ছিলেন।
বর্তমানে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীন। প্রথমদিকে নতুন কমিশনের কিছু অতিকথন মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি করে। তবে বর্তমানে নির্বাচন কমিশন শক্ত এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছেন। সম্প্রতি সাংবাদিকদের নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেন, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার জন্য তার নেতৃত্বাধীন কমিশন বদ্ধপরিকর। তিনি বলেন, ‘আমরা অবশ্যই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছি। নির্বাচনে ইসি রেফারির ভূমিকায় থাকবে। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক। আমাদের শপথ নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করার, আইন অনুযায়ী এবং ন্যায়সংগতভাবে কাজ করার।’
তবে সিইসি শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, একটি ভালো নির্বাচনের যে শর্তগুলো রয়েছে, তা নিশ্চিত করতে হবে। ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়া, নিবন্ধন বাতিলÑসেই বিষয়গুলো সিইসি বা নির্বাচন কমিশনকে নিরপেক্ষ, নির্মোহ ও প্রভাবমুক্ত থেকে করতে হবে। সিইসি নাসির উদ্দীনই জানিয়েছেন, গত তিনটি নির্বাচনে ২০ লাখ ভোটার কবর থেকে এসে ভোট দিয়েছেন। অর্থাৎ এরা মৃত ভোটার। এদের জায়গায় দুষ্কৃতকারীরা এসে ভোট প্রদান করেছে। নতুন ভোটার তালিকায় যাতে এর পুনরাবৃত্তি না হয়, তা খতিয়ে দেখতে হবে।
Leave a Reply