প্রেস বিজ্ঞপ্তি, ২৭ জুন ২০২৫
মিডিয়া কর্মী প্রশিক্ষণে জেলা আমীর আনোয়ারী
“নতুন বাংলাদেশ বিনির্মাণে মিডিয়া কর্মীদের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখতে হবে”
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, মিডিয়া সমাজ ও রাষ্ট্রের দর্পণ। সমাজ ও রাষ্ট্রে জনগণের ইতিবাচক ভূমিকা পালনে মিডিয়ার ভূমিকা অগ্রগণ্য। সমাজ ও রাষ্ট্র কে সঠিক পথে পরিচালিত করতে মিডিয়া কর্মীদের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে, নচেৎ সমাজ থেকে মানবতা, সামাজিকতা ও পরমত সহিষ্ণুতার উঠে যাবে। সামাজিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত হয়ে পড়বে। জামায়াতে ইসলামী মিডিয়া জগতে এক ঝাঁক নির্লোভ, দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত মিডিয়া কর্মী তৈরি করতে কাজ চালিয়ে যাচ্ছে। ইসলাম ও ইসলামী সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা প্রোপাগান্ডা মোকাবেলায় নৈতিক ও যৌক্তিক ভূমিকা পালন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সক্রিয় ভূমিকা পালনে নিজেদের প্রস্তুত করার জন্য তিনি মিডিয়া কর্মীদের প্রতি আহ্বান জানান। ২৭ জুন জুমাবার জেলা মানবসম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত মিডিয়া কর্মী প্রশিক্ষণের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জেলা মানবসম্পদ বিভাগের সভাপতি ও জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সভাপতিত্বে মানবসম্পদ বিভাগের সেক্রেটারি ও জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণে আলোচনা পেশ করেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী,
কেন্দ্রীয় মিডিয়া বিষয়ক কোর ট্রেইনার অধ্যাপক রফিকুজ্জামান রোমান, অধ্যাপক মামুন উদ্দিন। প্রশিক্ষণে শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলসহ অন্যান্য মিডিয়া দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply