আব্দুল্লাহ আল যোবাইর,
ব্রীজ ভেঙ্গে যাওয়ায় হাজার পরিবার কষ্ট পাচ্ছে ৮ বছর ! খবর পেয়ে ছুটে গেলেন জামায়াত নেতা জাহাঙ্গীর আলম
উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের পশ্চিম খেওয়াছড়ি গ্রামের বাইতুর নুর জামে মসজিদে ০৪ জুন জুমার নামাজ আদায় করেন হলদিয়া পালং ইউনিয়ন কৃতিসন্তান সাবেক ছাত্রনেতা ও পিএইচডি গবেষক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জুমার নামাজ শেষে এলাকার বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এলাকায় কোন সমস্যা আছে কিনা?
তাৎক্ষণিক এলাকার সচেতন মহল কিছু সমস্যা আছে বলে জানান জামাত নেতা জাহাঙ্গীর আলমকে, বিস্তারিত তুলে ধরেন জামায়াত নেতা রেজাউল করিম, ইলিয়াস, জামায়াত নেতা আয়াজ,যাতায়াতের রাস্তা সমস্যা ! ব্রীজের কারনেই ছেলে-মেয়েরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে সমস্যা ! মসজিদে যেতে সমস্যা! বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং মসজিদের জন্য একটি গাইড ওয়ালের ব্যবস্থা করার কথাও তুলে ধরেন।
সমাজ সেবক ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ জাহাঙ্গীর আলম তাৎক্ষণিক সরজমিনে ব্রীজটি দেখেন এলাকার সর্বস্তরের মানুষের সাথে কথা বলেন এবং উখিয়া উপজেলার ইউএনও মহোদয়ের প্রতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন হলদিয়াসহ তথা উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে যেখানে মানুষ কষ্ট পাচ্ছে সেইখানে মানুষের কষ্ট লাগব করার জন্য উখিয়া উপজেলার ইউএনও মোঃ কামরুল হোসেন চৌধুরী মহোদয় ছুটে আসেন অথবা প্রতিনিধি পাঠান আমাদের হলদিয়ায়ও অনেক বড় বড় কাজ করে দিয়েছেন
পশ্চিম খেওয়াছড়ির এই ব্রীজটিও ইউএনও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন, চলাচল উপযোগী হলেও একটা ব্রীজ নির্মাণ করে দিতে পারলে হাজারের অধিক পরিবারের কষ্ট লাগব হবে। বৃহত্তর এলাকাবাসীর জীবন চলাচল ফিরে আসবে। সর্বোচ্চ চেষ্টা করে দ্রুত সময়ে সমস্যা সামাধান করার আশ্বাস দেন।
Leave a Reply