1. admin@currentnews-24.com : currentnews :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
অধ্যক্ষ রহমত উল্লাহ সিকদারের বড় ভাই জলিল সিকদারের মৃত্যুতে পালং ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শোক প্রকাশ  উখিয়ায় ৪ দফা দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে  বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি “ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব” কর্তৃক কৃতি ক্রীড়াব্যক্তিত্বদের সংবর্ধনা প্রদান উখিয়ায় ইয়াবাসহ স্কুল শিক্ষক গ্রেফতার – পরিবারের দাবী ‘ষ’ড়’যন্ত্র উখিয়ায় বলির ছলে জুয়ার আয়োজনের চেষ্টা, আতঙ্কে স্থানীয়রা মরহুম নুরুল আবছারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ড. আ জ ম ওবায়েদুল্লাহ ছিলেন সাহিত্য—সাংস্কৃতিক অঙ্গনের দিকপাল উখিয়া ও রামু প্রশাসনের সাঁড়াশি অভিযানে দু’উপজেলার বিভিন্ন স্থান থেকে অনধিক ১০টি করাতকল উচ্ছেদ ও উদ্ধার  আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার গতকাল বুধবার প্রধান উপদেষ্টা তাঁর চট্টগ্রাম সফরকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। 

বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেলো উখিয়ার অর্চনা

  • প্রকাশিত : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৮৭ বার পাঠ করা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ স্কাউটসের স্কাউট শাখায় সর্বোচ্চ অ্যাওয়ার্ড “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” অর্জন করেছে উখিয়া উপজেলার উরিয়া মুক্ত স্কাউট গ্রুপের একজন গার্ল ইন স্কাউট সদস্য। বুধবার (১৯ মার্চ) বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের পরিচালক মোছাঃ মাহফুজা পারভীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে উরিয়া মুক্ত স্কাউট গ্রুপের গার্ল ইন স্কাউট অর্চনা বড়ুয়া “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডের” জন্য চুড়ান্তভাবে মনোনীত হন। একজন স্কাউট সদস্যকে অ্যাওয়ার্ড অর্জনের জন্য দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এই সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জন করতে হয়। তাঁরা সবগুলো ধাপ সফলভাবে সম্পন্ন করে উক্ত অ্যাওয়ার্ডের যোগ্যতা অর্জন করেছে।

এ বিষয় উরিয়া মুক্ত স্কাউট গ্রুপ এর সম্পাদক ও গ্রুপ স্কাউট লিডার রবিউল হাসান শিমুল বলেন স্কাউটিং-এর মূল লক্ষ্য হচ্ছে শিশু, কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের মাধ্যমে তাদেরকে পরিবার, সমাজ, দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। স্কাউট কার্যক্রমে কতগুলি বিশেষ বৈশিষ্ট্য লক্ষণীয়। হাতেকলমে কাজশেখা; ছোট-দল পদ্ধতিতে কাজ করা; ব্যাজ পদ্ধতির মাধ্যমে কাজের স্বীকৃতি প্রদান; মুক্তাঙ্গনে কাজ সম্পাদন, তিন আঙ্গুলে সালাম ও ডান হাত করমর্দন, স্কাউট পোশাক, স্কার্ফ ও ব্যাজ পরিধান এবং সর্বদা স্কাউট আইন ও প্রতিজ্ঞা মেনে চলা। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের নির্দেশিত নিয়ম অনুসারে অনুশীলন, প্রতিজ্ঞাপাঠ ও দীক্ষা গ্রহণের মাধ্যমে স্কাউট আন্দোলনের সদস্য হতে হয়।

বাংলাদেশ স্কাউটস উখিয়া উপজেলার সম্পাদক ফজলুল করিম বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি প্রদত্ত এই সম্মাননা একজন স্কাউট কে জীবনের চলার পথে আরো অনুপ্রেরণা যোগাবে করে আমি মনে করি।

উল্লেখ্য, একজন স্কাউট সদস্যকে “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” করার জন্য বাধ্যতামূলক ১৬ টি পারদর্শিতা ব্যাজ অর্জন এবং বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি