ডেস্ক রিপোর্ট:
জেলার উপজেলাগুলোতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। উখিয়ায়
সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটলিয়ান, স্বাস্থ্য বিভাগ, উখিয়া প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। মহেশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসের প্রথম প্রহরে আগুনের পরশমণি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, থানার অফিসার ইনচার্জ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
Leave a Reply