মানব সমাজ জেগে ওঠো, ফিলিস্তিন মুক্ত করো”,
“Stop Genocide, Stand for Palestine”
“Raise your voice to stop the war.”
ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যেই হাজার হাজার নিরপরাধ মানুষ শহিদ হয়েছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরও হত্যা করা হয়েছে। এমনকি আহতদের চিকিৎসা দিতে যাওয়া স্বাস্থ্যকর্মীরাও হত্যাযজ্ঞের শিকার হচ্ছেন, যা মানবাধিকারের চরম লঙ্ঘনের শামিল। গাজা আজ মৃত্যু উপত্যকা। মৃত্যুর মিছিল যেন থামছেইনায! পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে দখলদার ইসরায়েল বাহিনী। এমন ভয়ংকর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয়। পরিতাপের বিষয় আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে এখনও নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
“প্রত্যেক মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে।” আমরা বিশ্ব বিবেকের কাছে দাবি জানাই, এই নৃশংসতা বন্ধ হোক। আমরা গাজা ও রাফায় পরিচালিত এ বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে অসহায় ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আজ ৭ এপ্রিল বিশ্বব্যাপী ‘The World Stops for Gaza’ কর্মসূচির প্রতি ভালুকিয়া গ্র্যাজুয়েটস ফোরাম সংহতি প্রকাশ করছে।
.ঘোষণায়ঃ~
ভালুকিয়া গ্র্যাজুয়েটস ফোরাম
আমাদের সংবাদ প্রচার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।