1. admin@currentnews-24.com : currentnews :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
অধ্যক্ষ রহমত উল্লাহ সিকদারের বড় ভাই জলিল সিকদারের মৃত্যুতে পালং ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শোক প্রকাশ  উখিয়ায় ৪ দফা দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে  বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি “ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব” কর্তৃক কৃতি ক্রীড়াব্যক্তিত্বদের সংবর্ধনা প্রদান উখিয়ায় ইয়াবাসহ স্কুল শিক্ষক গ্রেফতার – পরিবারের দাবী ‘ষ’ড়’যন্ত্র উখিয়ায় বলির ছলে জুয়ার আয়োজনের চেষ্টা, আতঙ্কে স্থানীয়রা মরহুম নুরুল আবছারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ড. আ জ ম ওবায়েদুল্লাহ ছিলেন সাহিত্য—সাংস্কৃতিক অঙ্গনের দিকপাল উখিয়া ও রামু প্রশাসনের সাঁড়াশি অভিযানে দু’উপজেলার বিভিন্ন স্থান থেকে অনধিক ১০টি করাতকল উচ্ছেদ ও উদ্ধার  আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার গতকাল বুধবার প্রধান উপদেষ্টা তাঁর চট্টগ্রাম সফরকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। 

সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের মাগফিরাত কামনায় কোর্টবাজার দোকান মালিক সমিতির খতমে কুরআন ও মিলাদ মাহফিলের আয়োজন 

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার পাঠ করা হয়েছে

 

আব্দুল্লাহ আল যোবাইর,

৩১ মার্চ  ঈদের দিন সকাল ৭:৩০ টায় চুনতি জঙ্গলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করে কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লিঃ।

 ০৭ এপ্রিল সোমবার বিকাল ৫:০০ টায় মালিক সমিতির কার্যালয়ে সমিতির সাধারণ সম্পাদক ব্যবসায়ী নেতা আব্দুর রহমানের সঞ্চালনায় ও মলিক সমিতির সভাপতি ব্যবসায়ী নেতা খোরশেদ আলম বাবুলের সভাপতিত্বে খতমে কুরআন শুরু হয়।

বাদে মাগরিব কোর্টবাজার দোকান মালিক সমিতির সদস্য ও দোকান মালিকদের নিয়ে মূল পর্ব মিলাদ মাহফিল ও আলোচনা সভা শুরু হয় ,উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল, তিনি বক্তব্য বলেন : আমরা খুবই মর্মাহত ঈদের দিন চুনতিতে কোর্টবাজারের ৫ ব্যবসায়ীর কর্মচারী নিহতের ঘটনা শুনে আমরা ব্যথিত হয়েছি,

কর্মচারীর মধ্যে যারা মৃত্যু বরণ করেছে সবাই ভাল আচরণের অধিকারী ছিলেন এবং নামাজী কর্মচারী ছিলেন,কর্মচারী ভালো বিদায় ঐ দোকানের ক্রেতা বেশি যায় মালিক পক্ষ লাভবান হয় ব্যবসা ও ভালো হয়। পরিশেষে বলেন মালিক সমিতির সুন্দর উদ্যোগকে স্বাগত জানাচ্ছি একটি মহৎ উদ্যোগ নিয়েছেন নিহত ৫ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আর্থিক সহায়তার সময় আমাদেরকে একটু জানাবেন আমরাও পাশে থাকব ইনশাআল্লাহ।

মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম বাবুল বলেন: যে ০৫ জন কর্মচারী ভাই নিহত হয়েছেন তাঁরা আমাদেরকে সহায়তা করতে এসেছিলেন সুদূর লোহাগাড়া থেকে, বিগত ১মাস রমজান মাস আমাদেরকে সহযোগিতার ফলে আমরা সুন্দর করে ব্যবসা পরিচালনা করতে পেরেছি ,তাই আমাদের মালিকপক্ষের উচিৎ মানবিক দৃষ্টিকোণ থেকে নিহতের পরিবারের পাশে দাঁড়ানো এবং নিহতের পরিবারে যেন একটু হলে স্বস্তি ফিরে আসে সেই জন্য কোর্টবাজারের সকল ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে আর্থিক সহযোগিতা করতে হবে,আমরা একটা টিম গঠন করে ফান্ড কালেকশন করব নিহত পরিবারের জন্য অতিশীঘ্রই , সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করছি এবং বৃত্তশালীরা ও চাইলেও কল্যাণ ফান্ডে সহযোগীতা করতে পারবেন বলে জানান সমিতির সভাপতি।সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন আমাদের কোর্টবাজারের যত ব্যবসায়ী মালিক পক্ষ আছি ৪ হাজারের অধিক দোকান আছে সবাই যদি ৫০০/১০০০ হাজার টাকা সহায়তা দেয় রায়হানের পারিবার সহ ৫+১ ,

৬ পরিবারের মাঝে ভালো এমাউন্ট সহায়তা দিতে পারব বলে আশা করছি, সবাইকেই এগিয়ে আসার আহ্বান করেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোর্টবাজার আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আব্দুর রওফ,বক্তব্য রাখেন রুমখা পালং ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক কোর্টবাজার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব মাওলানা রহমত উল্লাহ, মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেন, মালিক সমিতির নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ শাহজাদা, সমিতির সদস্য মাওলানা কফিল উদ্দিন ,উপস্থিত ছিলেন মাওঃ বিশিষ্ট ব্যবসায়ী মালিক সমিতির সদস্য মোহাম্মদ আলী, সদস্য ক্যাশিয়ার মুহিব উল্লাহ,সদস্য মুহাম্মদ আরিফসহ মালিক সমিতির সদস্য ও ব্যবসায়ী গন উপস্থিত ছিলেন।সর্বশেষ সবাই সহযোগীতা করার বিষয়ে একমত পোষণ করেন এ প্রধান অতিথি মাওলানা আবুল ফজলে মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিল সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি