আব্দুল্লাহ আল যোবাইর,
আসন্ন ১৯ এপ্রিল ২০২৫ ইং রোজ শনিবার মরিচ্যা – খুনিয়াপালং ফোরস্ট্রোক সিএনজি চালক ও টমটম শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিঃ রেজিঃ ১৫৩৩/২
এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সদস্য পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন
উক্ত সমিতির পরিচিত মূখ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর শ্রমিক স্বার্থের পরিক্ষীত বন্ধু শ্রমিকনেতা জনাব মোঃ শাহজাহান ।
তিনি বলেন : দূঃখী শ্রমিকদের জন্য কাঁদে যার প্রাণ” আল্লাহ তায়ালা রাখিবে তার সম্মান” এই স্লোগানকে সামনে রেখে শ্রমিকদের পাশে থেকে কাজ করে যাচ্ছি নিয়মিত , ইনশাআল্লাহ আমি আশাবাদী এইবার আমি আপনাদের সকলের দোয়া ও ভোটের মাধ্যমে কার্যকরী কমিটির নির্বাচিত নির্বাচিত হবো।
আগামী ১৯ তারিখ সারাদিন আম মার্কায় ভোট দিন। সমিতির উন্নয়নের সুযোগ দেওয়ার জন্য সদস্যদের ভোটের রায় ও সহযোগীতা কামনা করছি।
Leave a Reply