1. admin@currentnews-24.com : currentnews :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অধ্যক্ষ রহমত উল্লাহ সিকদারের বড় ভাই জলিল সিকদারের মৃত্যুতে পালং ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শোক প্রকাশ  উখিয়ায় ৪ দফা দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে  বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি “ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব” কর্তৃক কৃতি ক্রীড়াব্যক্তিত্বদের সংবর্ধনা প্রদান উখিয়ায় ইয়াবাসহ স্কুল শিক্ষক গ্রেফতার – পরিবারের দাবী ‘ষ’ড়’যন্ত্র উখিয়ায় বলির ছলে জুয়ার আয়োজনের চেষ্টা, আতঙ্কে স্থানীয়রা মরহুম নুরুল আবছারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ড. আ জ ম ওবায়েদুল্লাহ ছিলেন সাহিত্য—সাংস্কৃতিক অঙ্গনের দিকপাল উখিয়া ও রামু প্রশাসনের সাঁড়াশি অভিযানে দু’উপজেলার বিভিন্ন স্থান থেকে অনধিক ১০টি করাতকল উচ্ছেদ ও উদ্ধার  আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার গতকাল বুধবার প্রধান উপদেষ্টা তাঁর চট্টগ্রাম সফরকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। 

“খোলা চিঠি”

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৮২ বার পাঠ করা হয়েছে

“খোলা চিঠি

সম্মানিত উখিয়াবাসী

আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ। ভাল আছেন আশা করি। 

আমরা কোটবাজার এর সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা আজ ও জুলুমের শিকার হচ্ছি। এ দুঃখ বলি কারে।

অতপরঃ–বাংলা নববর্ষের শুরুতে প্রতিবছর উখিয়া উপজেলার সব হাটবাজার ইজারাদারদের বুঝিয়ে দেয়া হয়। গেলবছরগুলো স্বৈরাচারী কায়দায় আধিপত্যবাদী কিছু লোক অতিরিক্ত মূল্যে বাজার ইজারা নিয়ে,আমাদের কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত টাকা হাসিল নিত।আমরাও পেটের দায়ে ব্যবসা করার জন্য সব অন্যায় মুখ বুঝে সয়ে যেতাম। কিন্তু রক্তাক্ত জুলাই আগস্ট এ ছাত্র জনতার মহা বিপ্লবে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর, এই বছর উখিয়া উপজেলা সব বাজার ইজারা দেয়, এতে কোটবাজার সর্বোচ্চ ১ কোটি ৩ লক্ষ ২৮ হাজার টাকায় ইজারা হয়, যা সরকারি ভ্যাট সহ ১ কোটি ২৯ লক্ষ টাকা হয়। গত বছরের তুলনায় এই প্রায় ২৫ লক্ষ টাকা কমে যায়। গত বছর ছিলো ১ কোটি ৫৪ লক্ষ টাকা। যেটা শুনে ও দেখে সাধারণ ব্যবসায়ীরা স্বস্তির নিশ্বাস পেলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলাম। যাক এবার অনেক বছর পরে হলেও আমরা হাসিলের টাকা কিছু কম দিতে পারব।কিন্তু দূর্ভাগ্য কপাল পুড়া কোটবাজারের ব্যবসায়ীরা।আগের ইজারাদার পেশ্রাব করত আমাদের সন্তান সন্ততির রিজিকে,অপরদিকে এবারের ইজারাদার পায়খানা করে সন্তান সন্ততির রিজিকে।

পহেলা বৈশাখে দেখা গেল সাব ইজারাদার এসে বর্তমান থেকে ৫০ টাকা বাড়িয়ে দিবার নির্দেশ দিলে চিরদুঃখী ব্যবসায়ীরা হতভস্ব হয়ে জিজ্ঞেস করে, ভাই উপজেলা থেকে তো এবছর ২৫ লক্ষ টাকা কমে ইজারা হয়েছে, তাহলে কেন বর্তমান থেকে টাকা বাড়িয়ে দিবো?আর বাড়তি টাকাটা কার জন্য দিবো, কেন দিবো, কি কারণে দিবো? তখন সাব ইজারাদার ব্যঘ্রমূর্তি ধারণ উত্তর দেয় এত কথা বলার সময় নাই দিতে বলেছি- -দিতেই হবে।এখন প্রশ্ন হচ্ছে যে বাজার গত বছরের তুলনায় ২৫ লক্ষ টাকা কমে ইজারা হয়, সেই বাজারের সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে জোর পূর্বক বাড়তি টাকা নেওয়ার লোক তু অন্তর্বত্তীকালীন সরকারে নেই।তাইলে? এই প্রশ্ন আর অভিযোগ উখিয়া উপজেলাবাসী ও সাধারণ ছাত্র জনতার কাছে দিলাম। বিষয়টি উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবগত করে বিচার না পাইলে আমরা হয়তু ঢাকা প্রেসক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করতে পারি।আমাদের জন্য দোয়া করবেন প্রিয় উখিয়াবাসী আমরা কিন্তু চিরবঞ্চিত ব্যবসায়ী।

ইতি 

আপনাদের ভাই বন্ধু ও একজন সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী।

 

হেলাল বিন চৌধুরী সাঈদী 

সাংগঠনিক সম্পাদক পালং মৎস্য ব্যবসায়ী সমিতি।

১৫-০৪-২৫ ইং।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি