1. admin@currentnews-24.com : currentnews :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অধ্যক্ষ রহমত উল্লাহ সিকদারের বড় ভাই জলিল সিকদারের মৃত্যুতে পালং ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শোক প্রকাশ  উখিয়ায় ৪ দফা দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে  বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি “ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব” কর্তৃক কৃতি ক্রীড়াব্যক্তিত্বদের সংবর্ধনা প্রদান উখিয়ায় ইয়াবাসহ স্কুল শিক্ষক গ্রেফতার – পরিবারের দাবী ‘ষ’ড়’যন্ত্র উখিয়ায় বলির ছলে জুয়ার আয়োজনের চেষ্টা, আতঙ্কে স্থানীয়রা মরহুম নুরুল আবছারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ড. আ জ ম ওবায়েদুল্লাহ ছিলেন সাহিত্য—সাংস্কৃতিক অঙ্গনের দিকপাল উখিয়া ও রামু প্রশাসনের সাঁড়াশি অভিযানে দু’উপজেলার বিভিন্ন স্থান থেকে অনধিক ১০টি করাতকল উচ্ছেদ ও উদ্ধার  আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার গতকাল বুধবার প্রধান উপদেষ্টা তাঁর চট্টগ্রাম সফরকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। 

উখিয়ায় ৪ মার্ডারের ঘটনায় এতিম শিশুদের দায়িত্ব নিলেন জামায়াত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৮১ বার পাঠ করা হয়েছে

 

আব্দুল্লাহ আল যোবাইর

কক্সবাজারের উখিয়ায় সীমানা বিরোধ নিয়ে আলোচিত ৪ মার্ডারের ঘটনায় এতিম শিশুদের দায়িত্ব নিলেন জেলা ও উপজেলা জামায়াত।

রোববার রাতে উপজেলার রাজাপালং ইউনিয়ন কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় নিহত আব্দুল মান্নানের এতিম ২ শিশুকে আনুদান তুলে দেওয়া হয়৷ সেই সঙ্গে ধারাবাহিকভাবে মাসিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয় পরিবারকে৷ এরআগে নিহত মাওলানা আবদুল্লাহ আল মামুনের দুই সন্তানের দায়িত্ব নিয়েছেন জেলা জামায়াতের আমীর মওলানা নুর আহমদ আনোয়ারী৷

জানা যায়, গত ৬ এপ্রিল সকালে উপজেলার কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় সীমানা প্রাচীর নিয়ে আপন চাচাতো-জেঠাতো ভাইবোনের মধ্যে সংঘর্ষে কুতুপালং বাজার মসজিদের খতিব ও জামায়াত ওয়ার্ডের আমীর নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, একই এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শশুর বাড়ি সোনারপাড়া থেকে কুতুপালং বাপের বাড়িতে বেড়াতে আসা শাহিনা বেগম (৪০) নিহত হয়৷ শেষমেশ চট্টগ্রাম চিকিরসৎসাধীন অবস্থায় আরেক বড় বোন রওশন আরা মৃত্যু হয়৷ নিহত আব্দুল্লাহার ২টি সন্তান ও আব্দুল মান্নানের ২টি সন্তান রয়েছে৷ তাদের পিতা হারানোর পর থেকে আর কেউ এই এতিম শিশুদের খোঁজখবর নেনডনি।

 

উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাংবাদিক নেতা মওলানা নুরুল হক জানান, পারিবারিক কলহের জের ধরে একটি মর্মান্তিক ঘটনায় আপন ৪ চাচাতো জেঠাতো ভাইবোন নিহত হয়৷ সেখানের মধ্যে নিহত দু’জনের ছোট ছোট ৪টি শিশু রয়েছে। এই এতিম শিশুদের দায়িত্ব জেলা ও উপজেলা জামায়াত নিয়েছেন৷

উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মওলানা আবুল ফজল জানান, কুতুপালং একটি ট্রাজেডিতে ৪ জন নিহত হয়েছেন৷ সেখানে নিহত ২ জনের ৪ সন্তান আছে৷ তাদের পিতা হারানোর পর কেউ তাদের খোঁজখবর রাখেনি এমতাবস্থায় জেলা ও উপজেলা জামায়াত তাদের ভরনপোষণের দায়িত্ব নিয়েছেন৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি