1. admin@currentnews-24.com : currentnews :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
অধ্যক্ষ রহমত উল্লাহ সিকদারের বড় ভাই জলিল সিকদারের মৃত্যুতে পালং ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শোক প্রকাশ  উখিয়ায় ৪ দফা দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে  বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি “ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব” কর্তৃক কৃতি ক্রীড়াব্যক্তিত্বদের সংবর্ধনা প্রদান উখিয়ায় ইয়াবাসহ স্কুল শিক্ষক গ্রেফতার – পরিবারের দাবী ‘ষ’ড়’যন্ত্র উখিয়ায় বলির ছলে জুয়ার আয়োজনের চেষ্টা, আতঙ্কে স্থানীয়রা মরহুম নুরুল আবছারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ড. আ জ ম ওবায়েদুল্লাহ ছিলেন সাহিত্য—সাংস্কৃতিক অঙ্গনের দিকপাল উখিয়া ও রামু প্রশাসনের সাঁড়াশি অভিযানে দু’উপজেলার বিভিন্ন স্থান থেকে অনধিক ১০টি করাতকল উচ্ছেদ ও উদ্ধার  আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার গতকাল বুধবার প্রধান উপদেষ্টা তাঁর চট্টগ্রাম সফরকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। 

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে: মাওঃ মুহাম্মদ শাহজাহান 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৬৪ বার পাঠ করা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ১৬ এপ্রিল ২০২৫

জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ শাহজাহান “সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে: মাওঃ মুহাম্মদ শাহজাহান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ক্ষমতা পালাবদলের একমাত্র সর্বজন স্বীকৃত পদ্ধতি হচ্ছে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। বাংলাদেশে প্রচলিত নির্বাচন পদ্ধতিতে অতীতের সকল নির্বাচন কোন না কোন ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়েছে। আমাদের কে এখান থেকে বের হতে হলে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করতে হবে। সংখ্যানুপাতিক পদ্ধতিই জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে বলে আমরা বিশ্বাস করি। জুলাই বিপ্লবের মাধ্যমে যেহেতু বাংলাদেশ এক নতুন মোহনায় উপনীত হয়েছে সেহেতু নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা কে ধারণ করে বাংলাদেশ গড়তে হবে। ১৬ এপ্রিল বিকাল ৩টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি আরো বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে জন মানুষের আকাঙ্ক্ষা কে ধারণ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। শোষণ- বঞ্চনা মুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদ যেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত করতে না পারে সে ব্যাপারে সতর্ক ভূমিকা পালন করতে হবে। আমরা সরকার কে অবিলম্বে সংস্কার এবং খুনি ফ্যাসিস্টদের বিচার তরান্বিত করার আহ্বান করছি। তিনি জামায়াতে ইসলামী ঘোষিত চলমান গণসংযোগ পক্ষে কক্সবাজারের সর্বত্র আল্লাহর দীনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুকসহ সকল উপজেলার আমীর সেক্রেটারি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি