ডেস্ক নিউজ:
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের অন্তর্গত ০৯ নং ওয়ার্ডে অবস্থিত বিশাল রোহিঙ্গা আঁশ্রয়শিবিরের সাথে লাগোয়া বাজার কুতুপালং বাজার, গত বুধবার ২৩/০৪/২৫ ইং কুতুপালং বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি গুদাম থেকে দুইশো পাঁচ বস্তা ইউরিয়া সারসহ বিপুল পরিমাণ ভোজ্যতেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
গত ২৩/০৪/২৫ ইং বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হোসেন চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, কিছু অতি মুনাফালোভী সিন্ডিকেট ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে অ*বৈধভাবে সার ও তৈল পাচারের জন্য মজুদ করছিল। বিষয়টি নজরে আসলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযানে নামে। এসময় ইউরিয়াসহ ভোজ্য পণ্য জব্দ করা হয়। আজ ২৪/০৪/২০২৫ ইং বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদে জব্দকৃত সার ও ভোজ্য তেল সরকারিভাবে নিলামে দেওয়ার কথা জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
Leave a Reply