এস.এম রানা,
দক্ষিণ কক্সবাজারের জনগুরুত্বপূর্ণ ও জনবহুল ষ্টেশন উখিয়া উপজেলার বানিজ্যিক ষ্টেশন খ্যাত কোটবাজার ষ্টেশন। এ-ই ষ্টেশনে রয়েছে এ অঞ্চলের বর্তমান সময়ের বড় এ মুসল্লী সমাগমে ভরপুর কোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ। দেশের নানান এলাকা থেকে মানুষের আনাগোনা তুলনামূলক অধিক হওয়ায় এ-ই মসজিদে মুসল্লীদের সংখ্যা একটু বেশি হয়ে থাকে। মসজিদ পরিচালনা কমিটির সুদক্ষ রক্ষণাবেক্ষণের কারনে আলহামদুলিল্লাহ সব সময় পরিস্কার পরিচ্ছন্নতায় ধর্মপ্রান মুসল্লীগন রবের বন্দেগি ৫ ওয়াক্ত নামাজ আনন্দচিত্তে আদায় করছে প্রতিদিন। এখানে রয়েছে পরিস্কার পরিচ্ছন্ন পায়খানা প্রশ্রাব করার স্থান। রয়েছে দৃষ্টিনন্দন অজুখানা, রয়েছে জুতা সেন্ডেল রাখার নাম্বার দেয়া দুটি বড় বাক্স এছাড়াও ভিতরে বাহিরে ছোট ছোট বাক্স। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে দুর দুরান্ত থেকে আগত মুসল্লীদের দামী দামী জুতা সেন্ডেল প্রতিনিয়তই চুরি হয়ে যাচ্ছে, এবং মুসল্লীদের পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে । এ প্রবনতা কম বেশী সব ধর্মীয় উপসনালয়গুলো জনসমাগম পুর্ন এলাকায় দেখা যায়। এ শ্রেনীর চোর মুসল্লী সেঁজে মসজিদে এহেন নেক্কারজনক কাজ করে যাচ্ছে। মুসল্লীদের অভিমত হলো মসজিদে সিসিটিভি স্থাপন করা হলে আশা করা যায় মসজিদ থেকে জুতা সেন্ডেল চুরি সহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল খোয়া থেকে রক্ষা পাওয়া যাবে। তাই কোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে সিসিটিভি স্থাপন এখন মুসল্লীদের সময়ের দাবী।
এ ব্যাপারে মসজিদ পরিচালনা কমিটির নিকট সুন্দর সিদ্ধান্ত কামনা করেছেন মুসল্লীগন।
Leave a Reply