আব্দুল্লাহ আল যোবাইর,
বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া- টেকনাফের রুকনদের শিক্ষাশিবির সম্পন্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া -টকনাফ উপজেলা রুকন (সদস্য) শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ এপ্রিল উখিয়া পালং গার্ডেন কমিউনিটি সেন্টারে জেলা কর্মপরিষদ সদস্য জেলা সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকীর সভাপতিত্বে পালংখালী ইউনিয়নের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর আলমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ৯:০০ টায় শিক্ষাশিবির শুরু হয়।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হোয়াইকং মডেল ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন : বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রত্যেক রুকন সদস্যকে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত থেকে স্বাধীনতার অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে, জামায়াতের ইসলামীর দিকে তাকিয়ে আছে সাধারণ জনগণ আগামী দিনে রাষ্ট্রের দায়িত্ব জামায়াতের হাতে অর্পণ করতে চায়, সম্প্রতি কেন্দ্র ঘোষিত গনসংযোগ পক্ষ পালিত হয়েছে সারাদেশে একযোগে লক্ষ লক্ষ মানুষ জামায়াতের সহযোগী সদস্য হয়েছেন সাধারণ মানুষ পঙ্গপালের মত জামায়াতে সামিল হচ্ছে ,জামায়াতে ইসলামী দেশের যেকোন ক্রান্তিকালে সবার আগে ছাড়া দিয়েছে মানুষের পাশে দাড়িয়েছে , প্রত্যেক রুকন সদস্যকে সমাজকর্মী হতে হবে মানবিক কাজে সবার আগে জামায়াতের রুকনদের উপস্থিত হতে হবে, জুলাই আন্দোলনে সকল শহীদদের মাগফেরাত কামনা করেন তাদের জন্য দোয়া করেন এবং জুলাই গণহত্যার বিচার দাবী করে দ্রুত সময়ে জুলাই গণহত্যার বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান,সকল প্রকার দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, চট্টগ্রাম মহানগর সহকারী সেক্রেটারি মুর্শেদুল ইসলাম চৌধুরী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য জেলা আইন সম্পাদক অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শফিউল হক জিহাদী, উখিয়া উপজেলা আমীর উক্ত প্রোগ্রামের সহকারী পরিচালক অধ্যাপক মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা আমীর সহকারী পরিচালক মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, উখিয়া উপজেলা নায়েবে আমীর সাংবাদিক নেতা সহকারী পরিচালক মাওলানা মুহাম্মদ নূরুল হক, উখিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, টেকনাফ উপজেলা সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ সহ দুই উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply