Desk news,
উখিয়া কলেজের বহুতল বিশিষ্ট সম্প্রসারিত নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু
উখিয়া কলেজের বহুতল বিশিষ্ট সম্প্রসারিত নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি শাহজাহান চৌধুরী। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী, কলেজ গভর্নিং বডির সদস্য ও শিক্ষক মন্ডলী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, কলেজের শ্রেণিকক্ষ সংকট দূরীকরণে শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয় বরাদ্দে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
Leave a Reply