ডেস্ক নিউজ,
কক্সবাজার জেলার উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। শনিবার সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট,প্যাথলজি ল্যাব ও ইপিআই কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া মহাপরিচালক স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন এবং ভর্তিকৃত রোগীদের খোঁজখবর নেন। পরে মতবিনিময় সভায় অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সেখানে তিনি হাসপাতালে সেবার মান বাড়াতে ডাক্তার ও নার্সসহ সংশ্লিষ্ট সকলকে স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় কক্সবাজারের সিভিল সার্জন মোহাম্মাদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসরিন জেবিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Leave a Reply