1. admin@currentnews-24.com : currentnews :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সারাদেশে চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে উখিয়ার আলোচিত মনখালীর কামাল মেম্বার হত্যা মামলায় বিএনপি নেতা সহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের ডজন মামলার পালাতক আসামি মোস্তাক আহমদকে মরিচ্যা থেকে গ্রেফতার করেছে র্যাব -১৫ নির্বাচনী কেন্দ্র কমিটির পরিচালকদের নিয়ে জেলা আমিরের প্রস্তুতি বৈঠক সম্পন্ন উখিয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি-জনমনে বাড়ছে উদ্বেগ, আতঙ্ক ও উৎকন্ঠা  ভারত ও বাংলাদেশিদের জন্য গোল্ডেন ভিসা চালু করছে আরব আমিরাত হাবিবুর রহমানকে গ্রেফতারের বিষয়ে তদন্তের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন পবিত্র আশুরা জুলুমের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠায় সাহস জোগাবে- প্রধান উপদেষ্টা পিআর নিয়ে ডঃ আব্বাসীর ফতোয়া ও প্রাসঙ্গিক জিজ্ঞাসা- এম রহিম উল্লাহ ব্রীজ ভেঙ্গে যাওয়ায় হাজার পরিবার কষ্ট পাচ্ছে ৮ বছর ! খবর পেয়ে ছুটে গেলেন জামায়াত নেতা জাহাঙ্গীর আলম 

আল বিদা ব্যারিস্টার! নুর মোহাম্মদ আবু তাহের

  • প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১২১ বার পাঠ করা হয়েছে
তখন সম্ভবত ক্লাস এইট-এ পড়ি।
কর্মী টিসিতে একটা বক্তব্যে জনৈক বিশ্ববিদ্যালয় শিক্ষক আমাদের বলছিলেন—চৌধুরী মাহমুদ হাসানের মতো বিজ্ঞানী হতে হবে, শাহ আব্দুল হান্নানের মতো অর্থনীতিবিদ হতে হবে, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মতো আইনজ্ঞ হতে হবে।’
তখন কাউকেই চিনতাম না। নামগুলো গেঁথে রেখেছিলাম।
ব্যারিস্টার রাজ্জাক সাহেবকে চিনেছি সেই রাতে, যে রাতে শহীদ কাদের মোল্লা ভাইকে কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়ার আয়োজন করা হচ্ছিল।
সব ঠিকঠাক, সম্ভবত রাত ১০.৩০টার দিকে ফাঁসি কার্যকর হবে।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক চেম্বার জজের কাছে গেলে রাত ৯.০০টার দিকে। আইনী কিছু পয়েন্ট তুলে ফাঁসির আদেশ কার্যকরের বিরুদ্ধে তাৎক্ষণিক স্টে অর্ডার নিলেন।
মুশকিল হলো, ততক্ষণে অনেকটা সময় পেরিয়ে গেছে। ফাঁসির মঞ্চ প্রস্তুত।
পরিস্থিতি তখন ভয়াবহ। চারদিকে সুনসান নীরবতা আর জিঘাংসু নেকড়ে চোখ। সাধারণ মানুষ তো বটেই, রাস্তায় ডিফেন্স টিমেরও কেউ নিরাপদ নন। জুনিয়র কাউকে তো মেরেই ফেলবে।
ব্যারিস্টার রাজ্জাক সাহেব নিজেই নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের দিকে ছুটলেন। রাস্তায় কিছুটা জ্যাম আর ঝামেলা। কারাফটকের সামনে বুনো উল্লাসে কিছু পিশাচ।
ব্যারিস্টার সাহেব গাড়ি থেকে নেমে প্রায় দৌড় দিলেন কারাফটকে। মৃত্যুঝুঁকি ছিল, তিনি উপেক্ষা করলেন।
নির্ধারিত সময়ের আগেই তিনি জেলগেটে স্টে অর্ডার পৌঁছে দিলেন। সেদিনের মতো কাদের মোল্লা ভাই পৃথিবীর বুকেই বেঁচে থাকলেন।
না, শেষ পর্যন্ত ব্যারিস্টার সাহেব কাদের মোল্লা ভাইয়ের শাহাদাত ঠেকিয়ে দিতে পারেননি। শাহাদাতের ফায়সালা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।
কিন্তু সেদিন বন্ধুকে ফাঁসির দড়ি থেকে রক্ষা করতে পাগলের মতো উন্মাদনা দেখেছি ব্যারিস্টার সাহেবের। জীবনের ঝুঁকি নিয়ে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে দেখেছি।
এমন করেই লড়েছিলেন তিনি।
আজ তিনি তার শ্রদ্ধেয় সহকর্মীদের মিছিলে শামিল হয়েছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রাব্বুল আলামিন, আপনি ব্যারিস্টার সাহেবের প্রতি রাজিখুশি থাকুন, ক্ষমা ও রহমতের চাদরে আবৃত রাখুন।
লিখেছেন-
নুর মোহাম্মদ আবু তাহের
চেয়ারম্যান-গুনাহার ইউনিয়ন পরিষদ।
বগুড়া, দুপচাঁচিয়া উপজেলা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি