ডেস্ক নিউজ:
গতকাল বুধবার প্রধান উপদেষ্টা তাঁর চট্টগ্রাম সফরকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন।
সেখানে এক বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রাম সওদাগরদের শহর। নৌকা নিয়ে, পালতোলা জাহাজ নিয়ে কে কোথায় চলে গেল! ভিড়েছে এখানে। আরবরা এসেছিল, পর্তুগিজরা এসেছিল। কিন্তু বাংলাদেশে চাঁটগার লোকই ভিত্তি হিসেবে নিয়েছে সওদাগরের। তারা ব্যবসা চেনে। চাকরির কথা বললে বলে ‘চাকরি কেন করবে? আমি তো দোকানে বসায়ে দিছি তাকে!’ আমাদের বাবা-মায়েরা আমাদের দোকানে বসিয়ে দিত। আমিও দোকানে বসেছি। তারা চিন্তা করে না যে চাকরি বলে একটা জিনিস আছে। চটগ্রামের লোক সওদাগর। তারা দেশ-বিদেশে যাবে ব্যবসা করবে।’
‘আজকে সিলেটের মানুষ দুনিয়াজুড়ে এত কাজ করছে কীভাবে? সেই আমলে তারা জাহাজে করে চলে গেছে। জাহাজে রান্না করেছে, আগুন দেওয়ার কাজ করেছে। এই কাজ করতে করতে সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে। সেই আমলে যদি তারা সারা দুনিয়ায় ছড়িয়ে যায় তাহলে আজকে এই বন্দর ব্যবস্থাপনায় যে বাংলাদেশিরা যুক্ত হবে চিন্তা করেন তারা কোথায় কোথায় যাবে? দুনিয়ার এমন কোনো বন্দর রাখবে না যেখানে বাংলাদেশিরা নাই এবং টপ ক্লাস সার্ভিস দেবে। সেটিই আমাদের ভবিষ্যত। এটা আমাদের রক্তে আছে, ঐতিহ্যে আছে আমরা যেন তাকে অবহেলা না করি। আমরা সবাই একমত হই, এগিয়ে আসি নিজেদের অর্থনীতিকে গড়ে তুলি,’ বলেন তিনি।
Leave a Reply