1. admin@currentnews-24.com : currentnews :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
অধ্যক্ষ রহমত উল্লাহ সিকদারের বড় ভাই জলিল সিকদারের মৃত্যুতে পালং ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শোক প্রকাশ  উখিয়ায় ৪ দফা দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে  বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি “ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব” কর্তৃক কৃতি ক্রীড়াব্যক্তিত্বদের সংবর্ধনা প্রদান উখিয়ায় ইয়াবাসহ স্কুল শিক্ষক গ্রেফতার – পরিবারের দাবী ‘ষ’ড়’যন্ত্র উখিয়ায় বলির ছলে জুয়ার আয়োজনের চেষ্টা, আতঙ্কে স্থানীয়রা মরহুম নুরুল আবছারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ড. আ জ ম ওবায়েদুল্লাহ ছিলেন সাহিত্য—সাংস্কৃতিক অঙ্গনের দিকপাল উখিয়া ও রামু প্রশাসনের সাঁড়াশি অভিযানে দু’উপজেলার বিভিন্ন স্থান থেকে অনধিক ১০টি করাতকল উচ্ছেদ ও উদ্ধার  আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার গতকাল বুধবার প্রধান উপদেষ্টা তাঁর চট্টগ্রাম সফরকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। 

ড. আ জ ম ওবায়েদুল্লাহ ছিলেন সাহিত্য—সাংস্কৃতিক অঙ্গনের দিকপাল

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩০ বার পাঠ করা হয়েছে

 প্রেস বিজ্ঞপ্তি:

ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহ ছিলেন এদেশে সুস্থ ধারার সাহিত্য—সাংস্কৃতিক আন্দোলনের বহুমুখী প্রতিভাধর এক অনন্য দিকপাল। শিক্ষাজীবন থেকেই তিনি সফল সংগঠক ও আদর্শিক সাহিত্য—সংস্কৃতির প্রচারে নিরলস পরিশ্রম করেছেন। তিনি ছিলেন একাধারে লেখক, গীতিকার, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠক, শিক্ষাবিদ মোটিভেশনাল স্পিকার ও বহু ভাষাবিদ। তার চলে যাওয়া মানে শুধু একজন ব্যক্তির চলে যাওয়া নয়, বরং একজন স্বপ্নচারী গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগীকে হারালো গোটা জাতি। মহান রাব্বে কারীম তাঁকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমীন। জাতীয় সাংস্কৃতিক সংগঠন ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’র আয়োজনে মরহুম ড. ওবায়েদুল্লাহ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

১৬ মে ২০২৫, শুক্রবার, সকাল ৯টায় বাংলাদেশ গার্লস গাইড অ্যাসেসিয়েশন মিলনায়তন, বেইলি রোড, ঢাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ক্বারী নাসির উদ্দীন আল্ মামুনের কণ্ঠে কুরআন তেলাওয়াত ও দেশীয়’র সেক্রেটারী ড. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। সমকালীন বাংলা সাহিত্যের প্রধান কবি আল মুজাহিদীর সভাপতিত্বে এতে দেশ—বরেণ্য গুণী সাহিত্যিক, সাংস্কৃতিক সংগঠক, শিল্পী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গবেষণা কমিটির সভাপতি সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দীন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী দেলাওয়ার হোসেন, বিশিষ্ট কবি মোশাররফ হোসেন খান, দেশীয় সাংস্কৃতিক সংসদের অন্যতম উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুস সালাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ, কিডস ক্রিয়েশন টিভির সিইও শরীফ বায়জীদ মাহমুদ, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহীম মণ্ডল, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান ও সেক্রেটারী ইব্রাহীম বাহারী, প্যানভিশন টিভির সিইও মাহবুব মুকুল।

আরও উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক শরীফ আবদুল গোফরান, প্রাবন্ধিক ও গবেষক নাসির হেলাল, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, নাট্যনির্দেশক ও নাট্য গবেষক ডা. আবু হেনা আবিদ জাফর, অ্যাডভোকেট পারভেজ, সাংস্কৃতিক সংগঠক রফিকুল হায়দার প্রমুখ।

ড. আ জ ম ওবায়েদুল্লাহর পরিবার থেকে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী রাবেয়া বেগম, বড় ছেলে মুসান্না, ছোট ছেলে মুয়াজ ও তার ৩ কন্যা।

দোয়া মাহফিলে ড. ওবায়েদুল্লাহর লেখা ‘মুসলিম আজ ওঠো জেগে’ শিল্পী ওমর ফারুক, ‘রাত কেটেছে স্বপ্নে বিভোর’ শিল্পী ওবায়দুল্লাহ তারেক, ‘জনতা সাগরে বলে যেতে চাই’ মহানগর শিল্পীগোষ্ঠী এবং ‘বহতা নদীর মতো’ গান পরিবেশন করেন শিল্পী তাওহীদুল ইসলাম। নিবেদিত গান পরিবেশন করেন বাংলাদেশ সংগীত কেন্দ্রের সহ—সভাপতি সাইফুল আরেফিন লেলিন।

অনুষ্ঠানে উপস্থিত লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক সংগঠক, নাট্যকার ও শিল্পীরা ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর মাগফিরাত কামনায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি