1. admin@currentnews-24.com : currentnews :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
অধ্যক্ষ রহমত উল্লাহ সিকদারের বড় ভাই জলিল সিকদারের মৃত্যুতে পালং ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শোক প্রকাশ  উখিয়ায় ৪ দফা দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে  বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি “ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব” কর্তৃক কৃতি ক্রীড়াব্যক্তিত্বদের সংবর্ধনা প্রদান উখিয়ায় ইয়াবাসহ স্কুল শিক্ষক গ্রেফতার – পরিবারের দাবী ‘ষ’ড়’যন্ত্র উখিয়ায় বলির ছলে জুয়ার আয়োজনের চেষ্টা, আতঙ্কে স্থানীয়রা মরহুম নুরুল আবছারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ড. আ জ ম ওবায়েদুল্লাহ ছিলেন সাহিত্য—সাংস্কৃতিক অঙ্গনের দিকপাল উখিয়া ও রামু প্রশাসনের সাঁড়াশি অভিযানে দু’উপজেলার বিভিন্ন স্থান থেকে অনধিক ১০টি করাতকল উচ্ছেদ ও উদ্ধার  আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার গতকাল বুধবার প্রধান উপদেষ্টা তাঁর চট্টগ্রাম সফরকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। 

উখিয়ায় ইয়াবাসহ স্কুল শিক্ষক গ্রেফতার – পরিবারের দাবী ‘ষ’ড়’যন্ত্র

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৬২ বার পাঠ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

দশ হাজার ইয়াবা সহ উখিয়ার বালুখালী থেকে এক যুবক’কে গ্রেফতার করে উখিয়া থানায় হস্তান্তর করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) । 

গ্রেফতারকৃত আব্দুর রশিদ (২৫), বালুখালী ১নং ওয়ার্ড এর মৃত রমজান আলীর পুত্র। সোমবার (১৯ মে) বিকেলে বালুখালীর হিন্দু পাড়া সড়কের মুখ থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসি কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা। এ ঘটনায় মাদক প্রতিরোধ আইনে উখিয়া থানায় দায়ের করা মামলায় রশিদ সহ ছালামত উল্লাহ (৪০) নামে এক ব্যক্তিকে ‘পলাতক আসামী’ করা হয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে , রশিদ দীর্ঘদিন ধরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থার অধীনে পরিচালিত স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত। 

রশিদের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী জিসান আক্তার (২৩) দাবী করেন, ‘ আমার স্বামীকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে, তিনি মাদক ব্যবসায় জড়িত নয়। কোনো রকমে তাঁর অল্প বেতনে সংসার চলে, জানিনা সন্তান নিয়ে এখন কি করবো।’ 

তিনি আরো বলেন, ‘ ছালামত উল্লাহর কাছে পাওনা টাকার আনতে গিয়েছিলেন তিনি এরপরই খবর পায় তাকে কারা যেনো ধরে নিয়ে গেছে।’ স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, ‘রশিদ কখনো এমনকাজে জড়িত থাকতে পারেনা সে নম্র ভদ্র ছেলে হিসেবে এলাকায় পরিচিত।’ এঘটনায় সুষ্ঠু তদন্ত করে সত্য উদঘাটনের মাধ্যমে প্রশাসনের কাছে রশিদের মুক্তি দাবী করেছে এলাকাবাসী ও পরিবার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি