1. admin@currentnews-24.com : currentnews :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
অধ্যক্ষ রহমত উল্লাহ সিকদারের বড় ভাই জলিল সিকদারের মৃত্যুতে পালং ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শোক প্রকাশ  উখিয়ায় ৪ দফা দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে  বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি “ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব” কর্তৃক কৃতি ক্রীড়াব্যক্তিত্বদের সংবর্ধনা প্রদান উখিয়ায় ইয়াবাসহ স্কুল শিক্ষক গ্রেফতার – পরিবারের দাবী ‘ষ’ড়’যন্ত্র উখিয়ায় বলির ছলে জুয়ার আয়োজনের চেষ্টা, আতঙ্কে স্থানীয়রা মরহুম নুরুল আবছারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ড. আ জ ম ওবায়েদুল্লাহ ছিলেন সাহিত্য—সাংস্কৃতিক অঙ্গনের দিকপাল উখিয়া ও রামু প্রশাসনের সাঁড়াশি অভিযানে দু’উপজেলার বিভিন্ন স্থান থেকে অনধিক ১০টি করাতকল উচ্ছেদ ও উদ্ধার  আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার গতকাল বুধবার প্রধান উপদেষ্টা তাঁর চট্টগ্রাম সফরকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। 

“ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব” কর্তৃক কৃতি ক্রীড়াব্যক্তিত্বদের সংবর্ধনা প্রদান

  • প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৬১ বার পাঠ করা হয়েছে

প্রেস রিলিজ:

অদ্য ২০ মে, ২০২৫ খ্রি. উখিয়া উপজেলার অন্যতম ক্রীড়ামোদী ফুটবল ক্লাব “ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব” কর্তৃক কৃতি ক্রীড়াব্যক্তিত্বদের সংবর্ধনা আয়োজন করা হয়। ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সদস্যবৃন্দ ও ক্রীড়ামোদী ব্যক্তিদের উপস্থিতিতে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সদস্য আরিফুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য ঘোষিত কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা’র এ্যাডহক কমিটির মান্যবর সদস্য জনাব মোহাম্মদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক রিদুয়ানুল হক জিসান, সমাজসেবক জিয়াউল হক, মাহবুব আলম, জসীম উদ্দিন বাবুল, মোহাম্মদ নূর, ক্রীড়াবিদ আব্দুর রাজ্জাক মামুন, ফারুক হোসেন প্রমূখ।

 

অনুষ্ঠানে ৩ জন ক্রীড়াব্যক্তিত্ব-কে সংবর্ধিত করা হয়। তাঁরা হলেন, জেলা ক্রীড়া সংস্থা’র এ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জোড়ো’ বিভাগের প্রতিযোগিতায় ৩ বার চ্যাম্পিয়ন রিয়াজ উদ্দিন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:ফুটবল টুর্নামেন্ট-২০২৫ খ্রি. এর চ্যাম্পিয়ন দলের সদস্য ও ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব এর সিনিয়র সদস্য মনির হাসান।

ক্লাবের সিনিয়র সদস্য আরিফুর রহমান ও মোবাশ্বের হোসেন রেজা আমন্ত্রিত অতিথিদের সামনে ক্লাবের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি ক্রীড়া’র উন্নয়নে অতিথিবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথি মহোদয় বক্তব্যে বলেন, “আমার প্রয়াস থাকবে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাবের জন্য দৃশ্যমান ভূমিকা রাখার”। অন্যান্য অতিথিবৃন্দ তাদের বক্তব্যে উক্ত ক্লাবের শুভ কামনা করে তাদের সার্বিক প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি