নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকায় বলি খেলার নামে একটি চক্র সংশ্লিষ্ট দপ্তরকে ম্যানেজ করে জুয়া খেলার সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্যমতে, আজ রোববার (২৫ মে) বিকাল থেকে শুরু হতে যাওয়া এই আয়োজনের পেছনে রয়েছে ‘বকতার বলি, ডাকাত শাহ জাহান’ সহ একটি রাজনৈতিক প্রভাবশালী সিন্ডিকেট।বলি খেলা ঐতিহ্যবাহী খেলাধুলার অংশ হলেও, সাম্প্রতিক সময়ে একে ঘিরে জুয়াসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের প্রস্তুতি নিয়েছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, এধরনের আয়োজনে এলাকার যুবসমাজ জড়িয়ে পড়বে জুয়ায়, যা সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়াবে। এছাড়াও, এসব আয়োজনে বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হতে পারে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
উখিয়া থানা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয় সচেতন মহল বলি খেলার নামে জুয়ার আসর বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply