আব্দুল্লাহ আল যোবাইর,
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গাদের জন্য নির্ধারিত আন্তর্জাতিক মানবিক সহায়তা সামগ্রী গুদামজাত করে মিয়ানমারে পাচারের প্রস্তুতির অভিযোগে চারজনকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রীও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার বালুখালী ও কুতুপালং এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হোসেন চৌধুরী।
জব্দকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- ২৯২ বস্তা চিনি, ৩৩৯ বস্তা চাল, ১৮ বস্তা ডাল, ১৮০৭ লিটার তেল, ৩৮৮ পিস সাবান, ৪ বস্তা হলুদ এবং ৬ বস্তা পুষ্টিকর খাদ্য। এসব সামগ্রী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কর্তৃক শুধুমাত্র রোহিঙ্গাদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ ছিল এবং সেগুলো বিক্রি বা পাচারের কোনো অনুমতি নেই।
জরিমানাপ্রাপ্তরা হলেন— মফিদুল আলম, আলী হোসেন, ইউনুছ আলী এবং ইসমাইল হোসেন। তারা রোহিঙ্গা শিবির থেকে বিভিন্ন উপায়ে ত্রাণ সংগ্রহ করে গুদামে মজুদ করছিলেন এবং সেগুলো মিয়ানমারে পাচারের পরিকল্পনায় ছিলেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
এই কর্মকাণ্ড ‘অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬’-এর ৬ নম্বর ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আদালত অভিযুক্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বলেন, “রোহিঙ্গাদের মানবিক সহায়তা পাচারের চেষ্টা একটি গর্হিত ও মানবতাবিরোধী অপরাধ। প্রশাসন এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করবে। ভবিষ্যতেও যৌথভাবে অভিযান চালিয়ে এমন চক্রগুলোকে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও জানান, জব্দকৃত ত্রাণ সামগ্রী নিরাপদে সংরক্ষণ করে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply