ডেস্ক নিউজ,
এনজিও থেকে স্হানীয় শিক্ষক ছাঁটাই উখিয়া যুব সমাজ মেনে নিবে না – সাংবাদিক আব্দুল্লাহ আল যোবাইর
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৪০০০ শিক্ষক ছাঁটাই এনজিও গুলো উখিয়ার শিক্ষিত যুবকদের নিয়ে টালবাহানা শুরু করেছে,,! কক্সবাজার জেলার বাহিরের লোক,, আত্নীয়করণ করে নতুন ষড়যন্ত্র নয় কি?
সকল এনজিওতে কক্সবাজারের বাহিরের কর্মী বেশি আছে এবং স্বজনপ্রীতিও ,, রোহিঙ্গাদের শিক্ষা প্রকল্প বাতিল করা হোক , উখিয়াবাসী ফুঁসে উঠতে বাধ্য করবেন না!
০৫ আগষ্টের পরে এই সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না,
এনজিও থেকে স্হনীয় শিক্ষক ছাঁটাই উখিয়া যুব সমাজ মেনে নিবে না বলে কঠিন হুশিয়ারী উচ্চারণ করেন উখিয়া উপজেলা শিবিরের সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের যুব বিভাগের নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক তুখোড় ছাত্রনেতা- সাংবাদিক আব্দুল্লাহ আল যোবাইর
Leave a Reply