ডেস্ক নিউজ,
“ফান্ড নেই -অজুহাত বাদ দিন, হোস্ট কমিউনিটির ন্যায্য অধিকার ফিরিয়ে দিন
গত কয়েকমাস আগে হোস্ট কমিউনিটির শিক্ষকদের সাথে তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে স্বশরীলে অংশগ্রহণ করেছিলাম।হাজার চেস্টা,ত্যাগ ও অনশনের পর কক্সবাজার RRRC অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কথা দিয়েছিলেন বেতন বাড়াবে এবং শিক্ষকদের চাকরির নিশ্চয়তা দিয়েছিলেন।বেতন তো বাড়াননি উল্টো শিক্ষকদের ছাটায়ে ব্যাস্ত হয়ে পড়েছেন।সব ঝামেলা আমাদের ঘড়ে দিয়ে চাকরির সুবিধা দিচ্ছেন সুবিধাবাজদের।এইটা আমরা মেনে নিবো না।সময় থাকতে সমাধান দিন।ফান্ডের অভাবে যদি স্থানীয়দের চাকরি নিয়ে টানাটানি হয়,নন হোস্টরাও এইখানে চাকরি করতে পারবেনা।
Leave a Reply