আব্দুল্লাহ আল যোবাইর,
হোষ্ট শিক্ষকদের চাকরী পুনর্বহাল আন্দোলনে যোগ দেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী।
অদ্য ০৩/০৬/২৫ ইং মঙ্গলবার স্হানীয় হোস্ট টিচারের সাথে উনছি প্রাং তথা ক্যাম্প – ২২ রোড সংলগ্ন হোষ্ট শিক্ষকদের চাকরী পুনর্বহাল করার আন্দোলনে একাত্মতা পোষণ করে আন্দোলনে যোগদান করেন হোয়াইংক্ষন মডেল ইউনিয়নের বারবার নির্বাচিত ও কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী।
তিনি আরআরআরসি’র কাছে বিশেষ ভাবে আহ্বান জানাচ্ছেন স্ব স্ব টিচার কে তাদের চাকরিতে বহাল রাখার জন্য এবং জোর দাবীও জানান।
Leave a Reply