প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা
“ঈদুল আযহা উপলক্ষ্যে জেলাবাসীকে জামায়াতের শুভেচ্ছা
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে জেলাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী সেক্রেটারি জাহিদুল ইসলাম। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ভালোবাসা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও ত্যাগের শিক্ষা নিয়ে প্রতি বছরের মতো আবারো আমাদের মাঝে পবিত্র ঈদুল আযহা সমাগম।
পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর এক অতি তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক দিন। বস্তুত, আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশ পালনার্থে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহীম আ. স্বীয় পুত্র হযরত ঈসমাইল আ.-কে কুরবানি করতে প্রয়াসী হয়েছিলেন। সে আদর্শ অনুসরণেই মুসলিম উম্মাহ দিবসটিকে পবিত্র ঈদুল আযহা হিসাবে পালন করে আসছে। মূলত, মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি একনিষ্ঠ আনুগত্য, তার প্রকৃত সন্তুষ্টি ও মানবকল্যাণে সর্বোচ্চ আত্মত্যাগই ঈদুল আযহার প্রকৃত শিক্ষা। আর নিজের প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ আরোপই পশু কুরবানির প্রকৃত উদ্দেশ্য। এ প্রসঙ্গে কুরআনুল কারিমে বলা হয়েছে, ‘কুরবানির পশুর রক্ত; গোশত কোন কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে কেবল তোমাদের তাক্বওয়া বা আল্লাহভীতি’ (সুরা হজ্জ, আয়াত-৩৭)। তাই কুরবানির শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আত্মগঠন ও আত্মশুদ্ধির মাধ্যমে আর্ত- মানবতার মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
জাগতিক লোভ-লালসা ও কামনা-বাসনার উপর নিয়ন্ত্রণ আরোপ করে নিজেকে খালিছভাবে আল্লাহর কাছে সমর্পণ করতে পারায় কুরবানীর সফলতা।
নেতৃদ্বয় আরো বলেন, অন্য যে কোন সময়ের তুলনায় ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে মানুষ স্বাধীন ও ভয়হীনভাবে ঈদ উদযাপন করতে সক্ষম হচ্ছে। বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনে ছাত্র -জনতার ঐতিহাসিক ভূমিকা এবং আত্মত্যাগ আমরা এই গুরুত্বপূর্ণ সময়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য মহান আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি যারা আহত হয়েছেন তাদের জন্য সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি এবং তাদের বীরত্বপূর্ণ ভূমিকা এই দেশের মানুষ চিরদিন স্মরণে রাখবে সেই প্রত্যাশা করছি।
আসুন আমরা মুসলিম উম্মাহর এই আনন্দ ক্ষণে হাতে-হাত রেখে কাঁধে – কাঁধ মিলিয়ে সকলের জন্য শান্তিময়, নিরাপদ ও বিশ্বের মাঝে উন্নত জাতি হিসেবে পরিচিত করাতে এগিয়ে যায়। পবিত্র ঈদুল আযহা সকলের জন্য বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি। ঈদ মুবারক।।
*বার্তা প্রেরক-*
আবু মিহরান জেলা প্রচার বিভাগ
Leave a Reply