স্টাফ রিপোর্টার : মোহাম্মদ ইমরান,
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য এবং হুইপ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে ভুঁইফোড় অনলাইন মিডিয়া কর্তৃক মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে উখিয়া-টেকনাফে জাতীয়তাবাদী দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।
গতকাল বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে এবং সন্ধ্যায় উখিয়া-টেকনাফের বিভিন্ন স্টেশন চত্বরে বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এসব কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে উখিয়া-টেকনাফের মাটি ও মানুষের প্রিয় নেতা শাহজাহান চৌধুরীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে।
তারা আরও বলেন, শাহজাহান চৌধুরী দীর্ঘদিন ধরে গণমানুষের পাশে থেকে রাজনীতি করে আসছেন এবং তার সততা ও রাজনৈতিক প্রজ্ঞা সর্বজনবিদিত। তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে একটি গোষ্ঠী মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ ধরনের অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেবে এবং রাজপথেই এই ষড়যন্ত্রের মোকাবিলা করবে বলে হুঁশিয়ারি দেন।
এর আগে শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে উখিয়া-টেকনাফ এবং টেকনাফ পৌরসভার যৌথ উদ্যোগে তামিম কনফারেন্স রুম, আবদুল নবী মাতব্বর টাওয়ার, কোটবাজারে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ও হুইপ শাহজাহান চৌধুরী বলেন, একটি বিশেষ গোষ্ঠী রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। তাদের উদ্দেশ্য একটাই জাতীয়তাবাদী দল বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা, কিন্তু তারা সফল হবে না এবং তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
তিনি আরও বলেন, কক্সবাজার জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাথে পরামর্শ করে এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তিনি দৃঢ় প্রতিজ্ঞা করেছেন।
এছাড়াও জেলা ও উপজেলা এবং দেশবিদেশ থেকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ দল-মত নির্বিশেষে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে শাহজাহান চৌধুরীকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
Leave a Reply