স্টাফ রিপোর্টার :মোহাম্মদ ইমরান।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ও হুইপ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে উখিয়া-টেকনাফের প্রতিটি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।
শুক্রবার (৬ জুন) টেকনাফ উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভা এবং উখিয়ার পাঁচটি ইউনিয়নে এই কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন “একটি শিরোনামই প্রমাণ করে উখিয়া-টেকনাফের জান শাহজাহান” এই গুণিজন কে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে একটি বিশেষ গোষ্ঠী উখিয়া-টেকনাফের মাটি ও মানুষের প্রিয় নেতার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজপথেই এসব কুচক্রী মহলকে জবাব দেওয়া হয়েছে।
বক্তারা আরও বলেন শাহজাহান চৌধুরী কক্সবাজারের রাজনীতিতে ‘একটি নাম নয় একটি ইতিহাস’ তিনি স্বচ্ছ রাজনীতি করেন এবং তার কোনো ব্যক্তিগত শত্রু নেই। একটি কুচক্রী মহল শাহজাহান চৌধুরীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। এই ধরনের মিথ্যাচার কিংবা অপপ্রচারের দাঁতভাঙা জবাব দিয়েছেন নেতাকর্মী ও জনগণ।
এছাড়াও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী কে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক এবং সচেতন মহলও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবারও শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। শাহজাহান চৌধুরী নিজেও এই অপপ্রচারকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও জেলার সিনিয়র নেতৃবৃন্দেরা সহ দেশ-বিদেশ থেকে অনেকে এই অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
Leave a Reply