আব্দুল্লাহ আল যোবাইর,
কক্সবাজারের ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস (১৪) ব্রুণ ক্যান্সারে আক্রান্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছেন জান্নাতুল ফেরদৌসের পরিবার।
মাতার নাম রাহিমা বেগম,পিতার নাম জামসেদুল ইসলাম, বর্তমান ঠিকানা: গ্রাম: তুতুর বিল ০১ নং ওয়ার্ড ,০৪ নং রাজাপালং ইউনিয়ন, উপজেলা :উখিয়া , জেলা:কক্সবাজার,স্থায়ী ঠিকানা : পটিয়া, চট্টগ্রাম,
জান্নাতুল ফেরদৌস কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী,ব্রুন ক্যান্সারে আক্রান্ত হয় দীর্ঘ ০৯ মাস , বিগত নয় মাস ধরেই চিকিৎসা চালিয়ে আসছেন বলে জানিয়েছেন পিতা,পরিবারের সাধ্যমত চেষ্টা করেছেন পিতা জামশেদুল ইসলাম, মধ্যবিত্ত পরিবার হওয়ায়
একার পক্ষে চিকিৎসার ব্যায়ভার বহন করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে !
আমার মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন উন্নত চিকিৎসার জন্য বাহিরে নেওয়ার সুযোগ হতো।
৬ষ্ট শ্রেণীর জান্নাতুল ফেরদৌস আবার নতুন জীবনে ফিরে আসতে পারত আবার সেই পাঠশালায় বন্ধুদের সাথে মাদ্রাসায় যেতে পারতেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কঠিন রোগে আক্রান্ত হয়ে সেই আজ হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, সমাজের মানবিক মানুষ গুলো একটু সহযোগিতা করলে শিক্ষার্থী নতুন জীবন ফিরে পেতে পারেন। ডাক্তার জানিয়েছেন ১০ লাখ টাকা লাগবে অপারেশন করে সুস্থ হয়ে ফিরে আসতে , আপনারা যারা সাহায্য সহযোগিতা করতে আগ্রহী আপনারা নিম্নোক্ত ইসলামী ব্যাংকের একাউন্ট নং: ২০৫০০০৫০২০২২৬১৫০৯ কোর্ট বাজার শাখায় টাকা পাঠাতে পারবেন,
অবিভাবকের মোবাইল নাম্বার: 01825-373983 (নগদ) টাকা পাঠাতে পারবেন ও যোগাযোগ করতে পারবেন।
Leave a Reply