ডেস্ক নিউজ
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের ইনানীতে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম।
শহর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে অবস্থিত এই সৈকত দেখতে প্রতিদিনই ভিড় করেন হাজারো পর্যটক। কিন্তু গেলো কয়েকদিনের টানা বৃষ্টিপাতের পর পাহাড়ি ঢলের সাথে ভেসে আসা ময়লায় অপরিচ্ছন্ন হয়ে উঠেছে সৈকতের পরিবেশ।
সৈকতে পড়ে থাকা এসব ময়লার স্তূপ পেরিয়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা।
ইনানী সৈকতের দায়িত্বে থাকা বীচকর্মী মোহাম্মদ বেলাল জানান, “ইনানীর দুপাশে থাকা খালের মাধ্যমে পাহাড়ি ঢলের সাথে এসব বর্জ্য সৈকতে এসে জমেছে।
এ বিষয়ে জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানান, দ্রুত সময়ের মধ্যে সৈকত পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়েছে।
Leave a Reply