ডেস্ক রিপোর্ট,,
কোর্টবাজার কেন্দ্রীয় মসজিদে প্রতিনিয়ত চুরি হচ্ছে মুসল্লিদের জুতা ! ব্যবসায়ী ও মুসল্লিদের দাবি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা।
কোর্টবাজার কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করেন হাজার হাজার মুসল্লি স্থানীয় মানুষ মুসাফির ও ব্যবসায়ীসহ কাছের বা দূরের
নসকল শ্রেণীর ও সব বয়সের মুসলিম ধর্মাবলম্বী ভাইয়েরা সালাত আদায় করার জন্য ছুটে আসেন কোর্টবাজার কেন্দ্রীয় মসজিদে।
ইদানিং লক্ষ করা গেছে প্রতিদিন মসজিদ থেকে জুতা চুরি হচ্ছে! এমন কোন দিন নেই একটি চোর চক্র প্রতিদিন কারো না কারো জুতা নিয়ে যাচ্ছে!
হারিয়ে যাচ্ছে সাধারণ মুসল্লী ও ব্যবসায়ীদের জুতা, গত ২ দিন আগে শিক্ষক নুরুল আজিমের জুতা হারিয়ে যায়! আছরের নামাজের পর,
গতকাল সাংবাদিক আব্দুল্লাহ আল যোবাইরের জুতা চুরি হয় মাগরিবের নামাজের সময় এইভাবে প্রতিনিয়ত হচ্ছে,,! এ বিষয়ে কোর্টবাজার দোকান মালিক সমিতির সদস্য উখিয়া উপজেলা শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মাওঃ রহমত উল্লাহ সিকদারের কাছে জানতে চাইলে তিনিও নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা জরুরি বলে মনে করছেন,সাথে মহিলাদের নামাজের ব্যবস্থা করাও জরুরি।
কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতির সভাপতি খোরশেদ আলম বাবুলের কাছে জানতে চাইলে তিনি বলেন মুসল্লিদের নিরাপত্তা মসজিদের যাবতীয় নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা অবশ্যই জরুরি এটি ষ্টেশন মসজিদ তাই যথাযথ রক্ষাবেক্ষনের জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা বাধ্যতামূলক মনে করেন এবং জুতা চুরি থেকে রক্ষা পাবে এমনকি মসজিদের আশেপাশের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলে ক্যামেরার আওয়তায় চলে আসবে এমনকি চুরি ছিনতাই কমে যাবে।
Leave a Reply