আব্দুল্লাহ আল যোবাইর,
উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের পূর্ব খেওয়াছড়ি গ্রামের শত শত মানুষের নেই কোন যাতায়াতের রাস্তা, নেই কোন ব্রীজ!
যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে আছে শুধু একটি বাঁশের সাঁকো ! বর্ষাকালে পাশের থিমছড়ি খালে পাহাড়ি ঢলে পানি বেড়ে গেলে একমাত্র যাতায়াতের ভরসা বাঁশের সাঁকো টি ও পানির উপরে ভাসে ,যার কারণে যাতায়াতের কোন মাধ্যম থাকে না!
স্হানীয় যুবক আব্দুল মান্নান জানান আমাদের গ্রামে শত শত মানুষের বসবাস রয়েছে দূঃখজনক হলেও সত্য বিগত ১৫ বছর ধরেই আমরা কষ্ট পাচ্ছি এলাকার স্কুল মাদ্রাসায় পড়ুয়া ছাত্র- ছাত্রীরা স্কুল মাদ্রাসায় যেতে কষ্ট হচ্ছে গ্রীষ্ম মৌসুমে যেতে পারলেও বর্ষায়তো একদম যাওয়া কঠিন হয়ে পড়ে গতকাল একটি মানুষের লাশ নিয়ে যাওয়ার সময় সবাই পানিতে পড়ার উপক্রম হয় ! এক কোমর পানিতে নেমে লাশ নিয়ে যেতে হয়, এলাকার মানুষ বাজারে যেতে কাজে যেতে এবং একজন গর্ভবতী মহিলার ক্ষেত্রে কষ্টের সীমা থাকেনা একটি অ্যাম্বুলেন্স সিএনজি গাড়ি যাওয়ার রাস্তা না থাকায় নিয়মিত কষ্ট পাচ্ছি, তিনি আরো বলেন আমাদের গ্রামের জন্য কোন ব্রীজ আসলেও ইউপি সদস্য ও নেতাদের কারসাজিতে ব্রীজ অন্য এলাকায় নিয়ে যাওয়া হতো যার ফলে এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি!
এলাকাবাসী উখিয়া উপজেলার ইউএনও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন পূর্ব খেওয়াছড়ির মানুষের যাতায়াতের জন্য ১টি রাস্তা ১টি ব্রীজের ব্যবস্থা করে দিলে শত শত মানুষের জীবন চলাচল স্বাভাবিক হবে ।
Leave a Reply