ডেস্ক রিপোর্ট :
উখিয়ার রাজাপালং ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ উত্তর পুকুরিয়া সড়কের আরসিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। আজ সকাল থেকে এ কাজ শুরু করা হয় বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। উপজেলা উপসহকারী প্রকৌশলী জানান, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৩ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার এই সড়ক আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে। এ সময় উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা উপসহকারী প্রকৌশলী সোহরাব আলী, বিশিষ্ট সমাজসেবক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা মোঃ শাহনেওয়াজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কক্সবাজার জেলা শাখার মাদ্রাসা বিষয়ক সম্পাদক ছাত্রনেতা হাফেজ জয়নাল আবেদীন, স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন
Leave a Reply