লায়লাতুল কদর
-এম রহিম উল্লাহ
আমি তো হারিয়ে ফেলেছি অশান্ত অবেলায়
শুধু একান্ত আমাকেই;
আমার এ আমিত্বকে করি আলিঙ্গন
হয়ে অসত্যের মুখোমুখি নিতান্ত অনুভবেই।
বিষাক্ত নরকীট গুলোর তীব্র দাহে
ভরে গেছে পারিপার্শ্বিকতা,
সত্যের প্রতীক যেন ম্রিয়মাণ ক্ষুন্ন মান
ভুলে গেছে স্বকীয় নীতি নৈতিকতা।
বিজয়ের দ্বীপ জ্বেলে উল্লসিত উজ্জীবিত
নরকের কীট জাহেলি খান্নাস;
সময়ের ধূম্রজালে আবর্তিত ঘুর্নায়মান
সেই হারা উদ্বেলিত ঘুমন্ত ওয়ান্নাস।
যদিও হারিয়ে গেছে নারকীয় তান্ডবে
তাগুতি হিংস্রতার আবর্তনে
নিষ্পেষিত হচ্ছে শুভ্র ইনসানিয়াত;
তবু দিগ্বলয়ে জীবনের জাগরণে
খোদার রহমত আহরণে
পেয়ে যায় কাঙ্খিত আবে হায়াত।
রবের দরবার হতে এসেছে ঘোষণা
তালাশ করো ভাগ্য রজনী পবিত্র রমজানে,
শেষ দশকেই আছে ‘লাইলাতুল কদর’
মহিমান্বিত রাত বলা আছে পবিত্র কোরআনে।
Leave a Reply